Reading Time: 2 minutes

ক্রিপ্টো মুদ্রা এক্সচেঞ্জ ক্রিপ্টো ডটকম ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস উয়েফা এর চ্যম্পিয়নস লিগ স্পন্সর করবে না। এর আগে চ্যম্পিয়নস লিগের স্পন্সর হিসেবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ব কোম্পানি গাজপ্রম এর সঙ্গে চুক্তি ছিল উয়েফার। ইউক্রেন যুদ্ধের জেরে সেই চুক্তি সম্প্রতি ভেঙ্গে গেছে। বিবিসি জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হিসেবে পাঁচ বছরে ৪২ কোটি ৮০ লাখ পাউন্ডের তহবিল সরবরাহের সমঝোতা হয়েছিল উয়েফা ও ক্রিপ্টো ডটকমের।

কিন্তু ক্রিপ্টো ডটকমের সঙ্গে নতুন চুক্তির পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ক্রিপ্টো লেনদেনের ওপর কঠোর আইনি বিধি-নিষেধের শঙ্কা। ক্রিপ্টো খাতের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে এমন শঙ্কাতেই শেষ মুহুর্তে ভেস্তে গেছে সে চুক্তি। গেল কয়েক বছরে মূল ধারার অর্থনীতিতে গ্রহণযোগ্যতা ও উপস্থিতি বেড়েছে ক্রিপ্টো মুদ্রা প্রযুক্তির। ইউরোপের বিভিন্ন ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি করেছে একাধিক ক্রিপ্টো মুদ্রা প্ল্যাটফর্ম। ক্রিপ্টো মুদ্রা লেনদেনের প্ল্যাটফর্ম ‘হোয়েলফিন’ এর সঙ্গে চুক্তি করেছে চেলসি এবং আতলেতিকো মাদ্রিদ।

অন্যদিকে ম্যানচেষ্টার সিটির ট্রেইনিং কিট পার্টনার হিসেবে চুক্তি করেছে ‘ওকেএক্স’। বাজারে এমন স্পন্সরশিপ চুক্তির সুযোগ থাকলেও ক্রিপ্টো মুদ্রা বাজারে ধুঁকছে বাজারের বৃহত্তম মুদ্রা বিটকয়েন। গত বছরের নভেম্বর মাসে বিটকয়েন যে সর্বোচ্চ বাজার মূল্যের রেকর্ড গড়েছিল তার চেয়ে ৭০ শতাংশ হ্রাস পেয়েছে এর দাম। ইথেরিয়ামের দামও কমেছে ৭০ শতাংশ; ব্যাপক হারে কর্মী ছাটাই করেছে একাধিক ক্রিপ্টো মুদ্রা প্ল্যাটফর্ম। ক্রিপ্টো ডটকমও জুন মাসে ৫ শতাংশ কর্মী ছাটাই করেছে বলে জানিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী ক্রিস মার্সজালেক।

তবে ক্রিপ্টো ডটকম বাজারের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্ল্যাটফর্মগুলোর একটি বলে জানিয়েছে বিবিসি। এক্সচেঞ্জের বর্তমান গ্রাহক সংখ্যা এক কোটির বেশি। বিবিসি জানিয়েছে, ইউরোপিয়ান দেশগুলো নতুন নীতিমালার কারণে ক্রিপ্টো ডটকমের লেনদেন ও ব্যবসা পরিচালনায় ধাক্কা লাগতে পারে, এ শঙ্কা থেকেই ভেস্তে গেছে চ্যাম্পিয়নস লিগ আর ক্রিপ্টো ডটকমের চুক্তি। এ প্রসঙ্গে জানতে উয়েফার সঙ্গে যোগাযোগ করেছিল বিবিসি। তবে সংবাদমাধ্যমটির কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সংস্থাটি।

সিঙ্গাপুরভিত্তিক কোম্পানিটির ফর্মুলা ওয়ান, আইস হকি চ্যাম্পিয়নশিপ এবং কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২২ ফিফা ওয়ার্ল্ডকাপের সঙ্গেও স্পন্সরশিপ চুক্তি আছে। এ ছাড়াও যুক্তরাষ্ট্রের ক্রিড়া খাতে একাধিক স্পন্সরশিপ চুক্তি আছে এক্সচেঞ্জটির। গেল বছরে রিয়াল মাদ্রিদ থেকে দুক্স ইন্টারন্যাশনাল ডে মাদ্রিদে যাওয়ার সময়ে বিটকয়েনে পারিশ্রমিক নিয়ে ইতিহাস গড়েছেন স্প্যানিশ স্ট্রাইকার ডেভিড বারাল। উয়েফার সূত্র ধরে বিবিসি জানিয়েছে, মহামারীর সময়ে ক্লাবগুলোর আয় ঘাটতি মেটাতেও আংশিক ভূমিকা রেখেছিল ক্রিপ্টো খাত।

তবে, এতো সব ভালো ভালো খবরের পরও সমালোচকরা শঙ্কিত ক্রিপ্টো খাতের অস্থিতিশীলতা নিয়ে। বিশেষ করে ক্রিপ্টো মুদ্রার দরপতনে ক্লাবের ফ্যানরা বিপাকে পড়তে পারে বলে আশঙ্কা তাদের।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.