Reading Time: 2 minutes

প্রযুক্তিভিত্তিক সাইট আর্স টেকনিকার প্রতিবেদন অনুযায়ী হার্ডওয়্যার নির্মাতা স্টিলসিরিজ “অ্যাপেক্স প্রো মিনি ওয়্যারলেস” এবং “অ্যাপেক্স প্রো মিনি” কিবোর্ডে এক ক্লিকে একাধিক কমান্ড সুবিধা আনার ঘোষণা দিয়েছে। আর এই সুবিধাটি এলে পিসি গেমাররা সবচেয়ে লাভবান হবেন বুএ ধারণা করা হচ্ছে। কারণ গেমাররা অনেকই আছেন যারা গেমে বিভিন্ন ধরনের ‘কিবোর্ড কম্বিনেশন’ ব্যবহার করে থাকেন। কিবোর্ড ক্লিকগুলো যাতে স্মুথ হয় এবং ঝামেলা ছাড়াই স্বাচ্ছন্দ্যে যাতে গেম খেলা যায় এসব দিক বিবেচনা করে গেমাররা কিবোর্ড পছন্দ করে থাকেন।

২০১৯ সালে প্রথম স্টিলসিরিজ অ্যাপেক্স প্রো কিবোর্ডে “অ্যাডজাস্টেবল ওমনিপয়েন্ট মেকানিক্যাল সুইচ” সুবিধাটি এনেছিল। অ্যাপেক্স প্রো মিনি ওয়্যারলেস এবং অ্যাপেক্স প্রো মিনি কি বোর্ডে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মেকানিক্যাল সুইচের “ওমনিপয়েন্ট ২.০” সংস্করণ। নতুন কিবোর্ডে অ্যাডজাস্টেবল মেকানিক্যাল সুইচ নামের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে কিবোর্ডের বিভিন্ন কি (Key) ব্যবহারকারীরা সহজেই কাস্টমাইজ করতে পারবেন। পিসি গেমিং ভিত্তিক ব্র্যান্ডটি বলছে যে নতুন ফিচার ব্যবহার করে নিজের গেমিং অভিজ্ঞতাকে ব্যবহারকারীরা আরও বেশি কাস্টমাইজ করার সুযোগ পাবেন।

স্টিলসিরিজের ঘোষণা অনুযায়ী হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি মেকানিক্যাল সুইচ ব্যবহার করে তাদের নতুন তারবিহীন এবং তারযুক্ত কিবোর্ডের প্রতিটি কি পছন্দমতো সাজানোর সুবিধা দিয়েছে। স্টিলসিরিজ রেজার এবং উটিংয়ের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের অ্যাডজাস্টেবল সুইচ কিবোর্ডের এক ক্লিকে একাধিক কমান্ডের ফিচারটিও এনেছে। উদাহরণ দিয়ে বলতে গেলে, ব্যবহারকারী ফিচারটি এমনভাবে কাস্টমাইজ করতে পারবেন, যেখানে ‘এ’ কি তে হাল্কা ক্লিক করলে একটি ‘এ’ অক্ষরটিই আসবে। তবে, ওই কি চাপ দিয়ে ধরে রাখলে ‘বি’ অক্ষরটি আসবে।

তবে দুর্ভাগ্যবশত স্টিলসিরিজ ডুয়াল অ্যাকশন নামে পরিচিত ফিচারটি নতুন কিবোর্ডে সীমিত করছে। আর্স টেকনিকা কিবোর্ডে নাম্বার প্যাড না থাকায় ব্যবহারকারীর ক্ল্যাকার সংশ্লিষ্ট অসুবিধাকে এর কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে। গেমের মধ্যে হাঁটাহাঁটি করা, দৌড়ানো এবং গ্রেনেড বের করে দ্রুত নিক্ষেপ করার মতো বিভিন্ন গেমিং কম্বোর সম্ভাব্য ব্যবহারকে চিহ্নিত করেছে স্টিলসিরিজের এই ঘোষণা। উন্নতমানের গেমাররা ব্যাটলফিল্ড ছাড়াও অন্যান্য কার্যক্রমে ফিচারটি ব্যবহার করতে পারবেন। অ্যাপেক্স প্রো মিনি ওয়্যারলেস কিবোর্ডের বর্তমান বাজারমূল্য ২৪০ ডলার।

বিজ্ঞাপন (কেন?)

এসব কিবোর্ডের সরাসরি প্রতিদ্বন্দ্বী রেজারের হান্টসম্যান মিনি অ্যানালগ, যেটির বাজার মূল্য ১৫০ ডলার এবং ১৭৫ ডলারের আসন্ন কিবোর্ড উটিং ৬০এইচই। এছাড়া, অ্যাপেক্স প্রো মিনি এর দাম ১৮০ ডলার, যেটির দাম ২০০ ডলারের অ্যাপেক্স প্রো থেকে কিছুটা কম। যারা নাম্বারপ্যাড সহ কিবোর্ড ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদেরকে ২৫০ ডলারের রেজার হান্টসম্যান ভি২ অ্যানালগ অথবা ১৯৫ ডলারের উটিং টু এইচই কিবোর্ড কেনার পরামর্শ দিয়েছে আর্স টেকনিকা। মেকানিক্যাল সুইচ সাধারণত তখন সক্রিয় হয় যখন দুটি ধাতু একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করে।

ওমনিপয়েন্ট ২.০ সুইচটি তার আগের সময়কার মতোই চৌম্বক শক্তি এবং “হল ইফেক্ট” এর মাধ্যমে কাজ করে। ওমনিপয়েন্ট ২.০ সুইচটি চুম্বককে সুইচের গোড়ায় নামিয়ে একটি হল ইফেক্ট সেন্সর এর কাছাকাছি নিয়ে আসে। যেহেতু এসব কির মধ্যে সরাসরি কোনো সংযোগ থাকে না, তাই অন্যান্য মেকানিক্যাল কিবোর্ডের তুলনায় ওমনিপয়েন্ট সিরিজের সুইচ দীর্ঘস্থায়ী হয়। চৌম্বক শক্তি ব্যবহার করে কিবোর্ড চুম্বক এবং সেন্সরের মধ্যকার দুরত্ব নির্ণয় করে। এতে কিবোর্ড সহজেই বলতে পারে ব্যবহারকারী উক্ত কি কতো জোরে চাপ দিয়েছেন ও এটি কোন কি কমান্ডটি পালন করবে।

চেরির এমএক্স রেড লিনিয়ার সুইচ এবং ওমনিপয়েন্ট সুইচ দুটোই ১০ কোটিবার কি প্রেস করার মতো করে তৈরি। তবে নির্মাতা চেরি এমএক্স সাইলেন্ট রেড এর মতো কয়েকটি মেকানিক্যাল সুইচে মাত্র পাঁচ কোটি কি-প্রেস দিয়েছে। স্টিলসিরিজ বলছে, ওমনিপয়েন্ট কিবোর্ডের গতি বাড়ানোর একটি উপায় হচ্ছে কিবোর্ডের মূল চিপে সুইচের পরিবর্তে সরাসরি অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্টার বসানো এবং প্রতি সেকেন্ডের সাত কোটি ভাগের এক ভাগের মধ্যেই প্রত্যেকটি কি স্ক্যান করার মাধ্যমে গতি বাড়ানো।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.