CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), default quality
Reading Time: < 1 minutes

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণে ব্যর্থ হওয়ার কারণ দেখিয়ে গুগল/অ্যালফাবেট সহ ছয়টি বিদেশী প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে রাশিয়া। এর আগে রাশিয়ার বাধিত আইন লঙ্ঘনের অভিযোগ এনে গুগলকে বেশ মোটা অংকের জরিমানা করেছিল দেশটি। সেই জরিমানার পরপরই রাশিয়ায় নিজেদের দেউলিয়া ঘোষণা করে গুগল। রাশিয়ার মামলা করার কথা নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রক ও তদারকি সংস্থা ‘রসকমনাডজর’ (Roskomnadzor)।

চলতি বছরের ২৪ শে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের পর থেকেই প্রযুক্তি জায়ান্টগুলোর সঙ্গে টানাপোড়েন তিক্ত হয়েছে মস্কো। সেন্সরশিপ, কনটেন্ট, ডাটা এবং স্থানীয় প্রতিনিধি নিয়োগের মতো বিভিন্ন বিষয় নিয়ে অমিমাংসিত জটিলতাও রয়েছে। বর্তমানে তা পুরোপুরি একটি ‘তথ্য যুদ্ধে’ পরিণত হয়েছে বলে মনে করেন অনেকেই।

রাশিয়ার অঞ্চলে থাকা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য স্থানীয় ডাটাবেজে সংরক্ষণ না করার অভিযোগে গত বছর গুগলকে ৪৬ হাজার ৫৪০ ডলার জরিমানা করেছিল রাশিয়া। শুক্রবারে দায়ের করা নতুন মামলায় রাশিয়ার আইন মেনে চলতে গুগলের ক্রমাগত ব্যর্থতাকে মূল কারণ হিসেবে দেখানো হয়। এ প্রসঙ্গে মিডিয়াকে কোন মন্তব্য প্রদান করতে রাজি হয়নি গুগল। এদিকে রাশিয়ার তদারকি সংস্থা ‘রসকমনাডজর’ বলছে, অ্যালফাবেটকে ৬০ লাখ থেকে ১ কোটি ৮০ লাখ রুবল জরিমানা দিতে হতে পারে।

এছাড়া নিয়ন্ত্রক সংস্থাটি আরও ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে। এর মধ্যে রয়েছে এয়ারবিএনবি, পিন্টারেস্ট, লাইকমি, টুইচ, অ্যাপল এবং ইউনাইটেড পার্সেল সার্ভিস। এবং যেহেতু তারা প্রথমবারের মতো আইন লঙ্ঘন করেছে, ফলে তাদের সম্ভাব্য জরিমানা হতে পারে ১০ লাখ রুবল থকে ৬০ লাখ রুবল।

লাইকমির কাছে এখনো খবরটি পৌঁছানো যায়নি, অন্য পাঁচটি কোম্পানির তাৎক্ষণিক কোনো মন্তব্য ছিল না।

($1 = 64.4590 রুবল)

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.