hacker hand stealing data from laptop top down
Reading Time: < 1 minutes

সম্প্রতি এই মাসের শেষ শুক্রবার ফ্রান্সের বিচার মন্ত্রণালয় সাইবার হামলার শিকার হয়েছে। ওই একই দিনে ফ্রান্সের সুপ্রিম কোর্ট গুগলের উপর আরোপিত ১১ কোটি ডলারের জরিমানা বহাল রাখার রায় দিয়েছে। একই দিনে ঘটলেও দুটি ঘটনার মধ্যে কোনো যোগ সূত্র থাকতে পারে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি সংশ্লিষ্টদের কাছ থেকে। হামলার পরিধি বা বিস্তার সম্পর্কে এখনো কোন বিস্তারিত তথ্য পাওয়া যায়নি, তবে অপরাধীদের নথীপত্রে এর কোন প্রভাব পড়েনি। বিচার মন্ত্রণালয়ে সাইবার হামলার দিনেই গুগলের উপর আরোপিত জরিমানা নিয়ে রায় এসেছে।

ফ্রান্সের ডেটা নিরাপত্তা কর্তৃপক্ষ সিএনআইএল অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য জমা রাখার কাজে ব্যবহৃত কুকি নিয়ে ফ্রান্সের নীতিমালা লঙ্ঘনের অভিযোগে গুগলকে ১১ কোটি ডলারের জরিমানা করেছে। ফ্রান্সের সুপ্রিম কোর্ট সিএনআইএলের আরোপিত জরিমানা যথাযথ বলে এক বিবৃতিতে বলেছে। তাই আদালতের রায়ে গুগলের জরিমানা বাতিলের দাবি প্রত্যাখ্যান করার কথা বলা হয়েছে। জরিমানার বিরোধিতা করে গুগল আদালতে উপস্থিত ছিল। বিশ্বের শীর্ষ জায়ান্ট প্রতিষ্ঠানটি আদালতে জরিমানা বাতিলের আবেদন করেছিল।

পরবর্তীতে গুগলের জরিমানা বাতিলের দাবি আদালতের মাধ্যমে খারিজ করা হয়। বার্তাসংস্থা রয়টার ফ্রান্সের বিচার মন্ত্রণালয়ের উপর সাইবার আক্রমণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের জের ধরে একটি প্রতিবেদনে উঠে এসেছে যে কিছু একটা ঘটেছে, তবে সেটি খুব বড় কিছু নয়। অপরাধীদের কোনো নথিপত্রে এর প্রভাব পড়েনি।

সংবাদকর্মীরা একাধিক সূত্র থেকে এই খবরটি নিশ্চিত করেছেন। 

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.