Reading Time: 3 minutes

লিনাক্স ক্লাউড জগতের শক্তিদাতা। কিন্তু ক্লাউড জগতে লিনাক্সের আধিপত্য থাকা সত্ত্বেও গুগল ক্রোমের ন্যায় ক্লাউড বেজড ডেস্কটপ অপারেটিং সিস্টেম স্থান দখল করতে পারেনি। হ্যাঁ, একটি ড্রপবক্স অ্যাপ এবং কয়েকটি থার্ড-পার্টি টুল রয়েছে যা আপনার ডেস্কটপকে ক্লাউড স্টোরেজ অ্যাকাউন্টে সিঙ্ক করার জন্য ইনস্টল করা যেতে পারে, তবে তা সল্প পরিমাণে। যদিও জিনোম ডেস্কটপকে ব্যবহারকারীর গুগল ড্রাইভ অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করতে পারে, তবে বেশিরভাগ ব্যবহারকারীর জন্য সমাধানটি কার্যকর নয়। সত্যি বলতে লিনাক্স ডেস্কটপ আগে কখনো ক্লাউডের সাথে মেলেনি। এরপরে আসে উবুন্টু ওয়েব। এই নতুন প্রায় ডিস্ট্রিবিউশনটি লিনাক্সে ক্রোমের স্বাদ এনে দিতে চায় এবং অবশেষে এটি সফল হতে যাচ্ছে। সত্যি বলতে যারা রিমিক্স সম্পর্কে প্রথম শুনেছিল তারা অনেকেই সন্দেহ করেছিল।

তারা অনেক ডিস্ট্রিবিউশনকে চেষ্টা করতে দেখেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তাই, টেক রিপাবলিক বলেন যে কিছু আশঙ্কা নিয়ে তারা উবুন্টু ওয়েবের সর্বশেষ আপডেট ডাউনলোড করে, একটি ভিএম তৈরি করে করে এটিকে পরীক্ষা করে দেখেছে। ইন্সটলেশন শেষে লগিন করার একটি স্বাগতম উইন্ডো দেখানো হয় যেটি লিনাক্সে সচরাচর দেখা যায়না। উক্ত উইন্ডোটি /ই/একাউন্টে লগ ইন করার জন্যে বলে। আপনি চাইলে বিনামূল্যে /ই/একাউন্ট খুলতে পারেন এবং এ একাউন্ট উবুন্টু ওয়েব এর সম্পূর্ণ ফিচার সেট ব্যবহার করতে ও সিঙ্ক্রোনাইজ হতে সাহায্য করে। ইতিমধ্যে অনেকেই জানেন /ই/একাউন্ট হচ্ছে /ই/ ফাউন্ডেশনের একটি প্রোডাক্ট যারা ডিগুগল, স্মার্টফোন এবং অপারেটিং সিস্টেম বিক্রয় করে। এটি একটি প্রাইভেসি ফ্রেন্ডলি প্রোডাক্ট যার উপর ভরসা করা যায়।

এই একাউন্টের মাধ্যমে এই প্রথম আমরা একটি প্রাইভেসি ফ্রেন্ডলি ক্লাউড একাউন্ট পাচ্ছি যা আমাদের সঠিক প্রাইভেসি এবং নিরাপত্তা দিবে। গুগলের মত এটি আপনাকে ট্র‍্যাক করবে না। এই একাউন্টে লগ ইন করার পর আপনি /ই/ স্টোর হতে অ্যান্ড্রোয়েড অ্যাপ ইন্সটল করতে পারবেন। ইন্সটলকৃত অ্যাপ্লিকেশনগুলি সহজে উবুন্টু ওয়েব এ ব্যবহার করতে পারবেন। উবুন্টু ওয়েব এ অ্যান্ড্রোয়েড অ্যাপ চালানোর জন্য ব্যবহার করা হয়েছে ওয়েড্রয়েড, যা অ্যানবক্স এর একটি ফোর্ক। মোটামুটি ভালো হার্ডওয়্যার থাকলেই প্রায় সব অ্যান্ড্রোয়েড অ্যাপ্লিকেশনই চলবে উবুন্টু ওয়েবে। এই ফিচারটির মাধ্যেম উবুন্টু ওয়েব ক্রোম ওএস এর একটি দারুণ বিকল্প হয়ে উঠেছে তাদের জন্যে যারা শুধুমাত্র ওয়েব অ্যাপ্লিকেশনেই সীমাবদ্ধ থাকতে চান না। মূলত বর্তমানে অ্যান্ড্রোয়েড অ্যাপগুলি বড় স্ক্রিন ইউটিলাইজ করার জন্যে প্রোগ্রাম করা হয়ে থাকে।

Ubuntu Web Remix - Flavors - Ubuntu Community Hub
উবুন্টু ওয়েব এ বিভীন্ন অ্যাপ উইন্ডো

অর্থাৎ, ক্রোম ওএস উবুন্টু ওয়েব এর জন্যে অর্ধেক কাজ সহজ করে রেখেছে। তবে উবুন্টু ওয়েব ক্রোম ওএস এর মত শুধুমাত্র ওয়েব কিংবা অ্যান্ড্রোয়েড অ্যাপ্লিকেশনেই সীমাবদ্ধ নয়। এতে রয়েছে সম্পূর্ণ উবুন্টু বেস যা আপনাকে ডেবিয়ান এবং স্ন্যাপ প্যাকেজগুলি ব্যবহার করার সুযোগ দেয়। যার ফলে আপনি চাইলেই পূর্ণ ডেস্কটপ অ্যাপগুলি ব্যবহার করতে পারেন কোন আলাদা সেটিংস ছাড়াই। উবুন্টু ওয়েব এর ক্লাউড ফিচারগুলি আমি অনন্যা হিসেবে ধরি কারন গুগলের মত এটি আপনার ডেটা নিয়ে বানিজ্য করে না। কিন্তু আপনাকে সম্পূর্ণ ক্লাউড সুবিধাসমূহ এবং সিঙ্ক্রোনাইজেশনের সুবিধা দেয়। /ই/ একাউন্টের মাধ্যমে আপনি শুধু ফাইলসই নয় বরং সিস্টেম জুড়ে ক্যালেন্ডার, কন্টাক্ট এবং অফিস ডকুমেন্ট সিঙ্ক্রোনাইজেশন পাচ্ছেন যার ফলে আপনি চাইলে আপনার উবুন্টু ওয়েব এ থাকা প্রয়োজনীয় ডাটাগুলি অন্যান্য ডিভাইসে পেয়ে যাচ্ছেন।

গুগল ড্রাইভের বিকল্প হিসেবে উবুন্টু ওয়েব এ রয়েছে /ই/ ক্লাউড ফাইলস। যেখানে আপনি যেকোন ফাইলস এবং ডকুমেন্ট সেভ করে যেকোন প্রান্ত হতে সেগুলোই এক্সেস করতে পারবেন। এতে রয়েছে বিল্ড ইন ডকুমেন্ট এডিটর, যেটি অনলাইন হতেই ব্যবহার করা যায়। অফলাইন ফাইল ম্যানেজ করার জন্যেও রয়েছে স্বাভাবিক ফাইল ম্যানেজার। এখন প্রশ্ন হচ্ছে, উবুন্টু ওয়েব কাদের জন্যে? যারা বেশিরভাগ কাজই কোলাবোরেশানের মাধ্যমে সম্পন্ন করে থাকেন, তাদের জন্যে এই ডিস্ট্রিবিউশনটি অত্যন্ত উপকারী। ডকুমেন্ট এডিটিং, শেয়ারিং এবং পোর্টেবল ট্রাভেল সঙ্গী হিসেবে উবুন্টু ওয়েব হতে পারে আপনার সহযোগী বন্ধু। যেহেতু বর্তমানে অনেক অ্যাপ্লিকেশনই ক্লাউড নির্ভর, সেহেতু প্রাইভেসি রক্ষা করে নির্বিঘ্নে কাজকর্ম অথবা পড়ালেখার কাজে ব্যবহার করা যেতে পারে উবুন্টু ওয়েব।

বিজ্ঞাপন (কেন?)
WayDroid can run Android apps on Linux without slowdowns
ওয়েড্রেড – একটি অ্যান্ড্রয়েড সমর্থন লেয়ার

উবুন্টু ওয়েব এর বারো উপকারীতা থাকলেও কিছু সমস্যার কথা বলতেই হয়। মূলত, উবুন্টু ওয়েব এর লক্ষ্য লিনাক্স ইউজারদের জন্যে ক্রোম ওএস এর বিকল্প হয়ে ওঠা কিন্তু ক্রোম ওএস শুধুমাত্র অপারেটিং সিস্টেম এর জন্যে জনপ্রিয় হয়নি। বিভিন্ন হার্ডওয়্যার পার্টনার এবং গুগলের মার্কেটিং এর জন্যে ক্রোম ওএস সফল হয়েছে। একই সফলতা উবুন্টু ওয়েব চাইলে তাদের প্রয়োজন মেইন স্ট্রিম হার্ডওয়্যার পার্টনার এবং একটি দক্ষ টিম যারা অপারেটিং সিস্টেমটি ঐ স্পেসিফিক হার্ডওয়্যার এর জন্যে ডেভেলপ করবে। শিক্ষার্থীদের র কাছে পৌছানোর জন্যে প্রয়োজন বিভিন্ন ইন্সটিটিউশনের সাথে কোলাবোরেশান এবং তার মধ্যে রয়েছে বাজেট কন্সট্রেইন। যেহেতু শিক্ষার্থীরা এত টাকা খরচ করতে সক্ষম নয় সেহেতু তাদের কথা মাথায় রেখে কম মূল্যে হার্ডওয়্যার যোগান দিতে হবে, যা কষ্টকর।

এসকল বিষয় উবুন্টু ওয়েব এর জন্যে সোজা হয়ে যাবে যদি কোন মোটামুটি বড় কোন ইনভেস্টর উবুন্টু ওয়েব এ ইনভেস্ট করে এবং ব্যবসায়িক ব্যাপার দেখার জন্যে কোন কোম্পানি তাদের সাথে কাজ করে। অচিরেই উবুন্টু ওয়েব বাজার দখল করবে যদি গুগলের মত মার্কেটিং এবং কর্পোরেট কোলাবোরেশানের দিকে নজর দেয়া হয়। 

পরিশেষ

এতকিছুর পরেও হয়ত উবুন্টু ওয়েব একটি ভালো ডিস্ট্রিবিউশন হিসেবে নিজেকে প্রমান করতে পারে। আমি ব্যক্তিগতভাবে এই ব্যাপারটি সমর্থন করি এবং মনে করি যে বাজারে ক্লাউড সুবিধা সম্বলিত অপারেটিং সিস্টেমের আসলেই প্রয়োজন আছে। মূলত হার্ডওয়্যার এবং এন্ড্রয়েড সমর্থন পরিপূর্ন কাজ করলে আমি নিজেই উবুন্টু ওয়েব বেছে নিবো। যেহেতু ক্লাউড এবং নিরাপত্তা দুটোই আমার প্রয়োজন।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.