Reading Time: < 1 minutes

ক্রোমের আইওএস এর সংস্করণ নিয়ে আসছে নতুন ফিচার। ক্রোমের আইওএস সংস্করণে “এনহ্যান্সড সেইফ ব্রাউজিং” নামের নিরাপত্তা ফিচার আসছে। বৃহষ্পতিবার ব্রাউজারের বিভিন্ন আপডেটের অংশ হিসেবে গুগল ফিচারটি আইওএস এ আনার ঘোষণা দিয়েছে। ফিচারটি গুগলের সঙ্গে বিভিন্ন ওয়েবসাইট ইউআরএল শেয়ার ও সম্ভাব্য ‘ক্ষতিকারক’ সাইটের ডেটাবেজ রাখবে। ফিচারটি আগে ক্রোমের অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ সংস্করণে ছিল। গুগল বলছে, ফিচারটি আইওএস-এর পরবর্তী সংস্করণ উন্মোচনের সঙ্গেই আইফোন এবং আইপ্যাডে আসবে।

গুগল ব্যবহারকারীর ইন্টারফেসেও পরিবর্তন আনছে। এর মধ্যে রয়েছে গুগল অ্যাকশনস ফিচার, যেখানে ব্রাউজিং ডেটা মোছার এবং লেখা বা কথা বলার মাধ্যমে অ্যাড্রেস বারে গোপন ট্যাব খোলার সুবিধা পাবেন ব্যবহারকারী। প্রযুক্তিভিত্তিক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, আইওএস এ নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার পাশাপাশি গুগল ব্রাউজারের ‘বিল্ট-ইন ট্রান্সলেশন’ ফিচার ডেভেলপ করার কথাও বলেছে। ভিন্ন ভাষার সাইট পরিদর্শনের সময় ব্যবহারকারীর বোঝার সুবিধার্থে আগের তুলনায় আরও সঠিক অনুবাদ করবে এই ভাষা শনাক্তকরণ মডেল।

গুগল আরও জানিয়েছে যে নিজস্ব ব্রাউজার ছাড়াও আইওএস এর যেকোনো অ্যাপের পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করতে পারবে ক্রোম। ২০২১ সালের অক্টোবর মাসে ফিচারটি চালু হয় এবং এটি সক্রিয় করার পদ্ধতি গুগল সাপোর্ট পেইজে উল্লেখ রয়েছে। এর পরও ভার্জ ব্যবহারকারীকে ‘বিটওয়ারডেন’ এর মতো স্ট্যান্ডঅ্যালোন পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারের পরামর্শ দিয়েছে। নতুন সার্চ এবং সবচেয়ে বেশি ভিজিট করা সাইটগুলোকে প্রাধান্য দিতে ক্রোম নিজেদের স্টার্টআপ পেইজও আপডেট করছে। এ ছাড়া, ব্রাউজারটি দীর্ঘদিন অ্যাপে প্রবেশ না করলেও ব্যবহারকারীর সম্প্রতি প্রবেশ করা ট্যাব দেখাবে।

ক্রোমের সেটিংস মেনুকেও নতুন করে ঢেলে সাজাচ্ছে গুগল, যা আগের চেয়ে বেশি স্ক্যানযোগ্য হবে। এ ছাড়া ব্যবহারকারী যেসব অপশনে তুলনামূলক বেশি প্রবেশ করেন, ব্রাউজারটি সেগুলোকে বিশেষভাবে দেখাবে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.