Reading Time: 6 minutes

অ্যান্ড্রয়েড 12 এর অ্যানাউন্সমেন্ট বেশ কিছুদিন আগে হয়ে গিয়েছে। আপনারা অনেকেই হয়তো বিষয়টি সম্পর্কে অবগত। কিন্তু তবুও যারা জানেন না তাদের জন্য আজ আমরা আলোচনা করবো অ্যান্ড্রয়েড 12 এর কিছু নতুন ফিচার নিয়ে এবং তুলে ধরবো কিছু মেজর পরিবর্তন গুলো।

প্রতি বছর গুগল, অ্যান্ড্রয়েড এর জন্য বড় রকমের একটি আপডেট রিলিজ করে। প্রায় সবগুলো আপডেটেই নতুন কিছুনা কিছু যুক্ত হয়। সর্বশেষ ২০১৯ সালে গুগল অ্যান্ড্রয়েড 11 নিয়ে এসেছিলো। এবার ২০২১ সালে অ্যান্ড্রয়েড 12 নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে গুগল এবং বর্তমানে এটি বেটা ভার্সন হিসেবে। আর কিছুদিন পরেই এর গ্লোবাল ভার্সন রিলিজ হতে যাচ্ছে। ২০১৪ সালের পর এই প্রথম গুগল তাদের ইন্টারফেস এ বিশাল পরিবর্তন করতে যাচ্ছে।

বিগত কয়েক দিন ধরে আমি এর ফিচার এবং এর বেটা ভার্সনের গুঠন প্রকৃতি নিয়ে পর্যালোচনা করেছি। তাহলে চলুন আমরা জেনে নেই অ্যান্ড্রোয়েড 12 এর কিছু মেজর পরিবর্তন এবং নতুন ফিচার গুলো সম্পর্কে।

মেজর পরিবর্তন গুলো

Material You এবং এর ডিজাইন

অ্যান্ড্রয়েড 12 আপডেট এর সবচেয়ে বড় পরিবর্তন হতে যাচ্ছে এর নতুন ইউআই ডিজাইন। ব্যবহারকারীরা তাদের স্মার্টফোন গুলোর সাথে কিরকম সম্পর্ক স্থাপন করছে এবং কিভাবে তাদের ডিভাইসটি সাজাচ্ছে, কিভাবে ব্যবহার করছে তার উপর ভিত্তি করেই গুগল এই ইউআই এর পরিকল্পনা করেছে। আপনার কাছে যদি গুগলের নিজস্ব ডিভাইস থেকে থাকে অর্থাৎ আপনি যদি গুগল Pixel ব্যবহারকারী হন, তাহলে আপনি পাবলিক বেটা ভার্সন ব্যবহার করে উপলব্ধি করতে পারবেন যে কতটা সতেজ হতে যাচ্ছে এর ইউআই। এর কালার প্যালেট এবং উইজেট আপনাকে মুগ্ধ করবে। উদাহরণস্বরূপ, যখন আপনি একটি নতুন ওয়ালপেপার প্রয়োগ করবেন, তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি সেই ওয়ালপেপার থেকে রঙের উপর ভিত্তি করে একটি নতুন থিম যোগ করতে চান কিনা। প্রয়োগকরা থিমটি আপনার নোটিফিকেশন শেড, লক স্ক্রিন উইজেট, গুগলের প্রথম পক্ষের অ্যাপ্লিকেশন এবং এমনকি তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশনগুলিতেও দৃশ্যমান হবে। বলে রাখা ভালো যে প্রথম দিকের আপডেট এ এই ফিচারটি শুধু গুগলের Pixel ডিভাইস গুলো তে প্রথম পাওয়া যাবে। অন্যান্য স্মার্টফোন গুলো তে এই ফিচারটী কিভাবে প্রয়োগ করা হবে তা এখনো পরিষ্কার নয়।

গুগল ইন্ডিয়ার এক প্রতিনিধির ভাষ্যমতে, “পূর্ববর্তী অ্যান্ড্রয়েড রিলিজ এবং মেটিরিয়াল ডিজাইন সিস্টেমের মতো, আমরা আমাদের ওইএম অংশীদারদের তাদের অপারেটিং সিস্টেমে সেই নকশা উপাদানগুলি প্রয়োগ করতে সক্ষম হওয়ার জন্য নির্দেশিকা, স্পেসিফিকেশন, পাশাপাশি গাইডেন্স এবং সহায়তা সরবরাহ করব,”।

সুতরাং আমরা এবারের আপডেট এ নতুন কিছু পেতে চলেছি তা বোঝাই যাচ্ছে। চলুন দেখে আসি এই “Material You” তে আর কি কি নতুন রয়েছে।

নোটিফিকেশন প্যানেলে পরিবর্তন

অ্যান্ড্রয়েড ১২ এর নোটিফিকেশন ট্রেটি কিছুটা আলাদা। নোটিফিকেশন প্যানেল্টি নিচে টানলে এর শীর্ষে বিত্তাকার কর্ণার গুলো লক্ষ্য করবেন। কুইক সেটিংস এর আইকনগুলি শুধু বড়ই নয় সেগুলি এখন আরও রঙিন। ব্রাইটনেস স্লাইডার টির অবস্থান এখন উপরে। যেহেতু আইকনের আকার গুলো বৃদ্ধি করা হয়েছে এর মানে আপনি একবারে কম টাইলস দেখতে পারবেন। এটি একটি ছোট পরিবর্তন হতে পারে তবে গুগল যে তাদের ইউআই তে ব্যবহারকারীর সতেজতার জন্য কিছু পরিবর্তন আনছে তা স্পষ্ট। অপারেটিং সিস্টেম টি নিঃসন্দেহে এখন আরো বেশি রঙিন।

অ্যানিমেশন

অ্যান্ড্রোয়েড 12 এর অ্যানিমেশন গুলো এখন আরো দ্রুত এবং বেশ রেস্পনসিভ হয়েছে। উইন্ডো এবং প্যাকেজ ম্যানেজার এখন আগের তুলনায় কম CPU টাইম নিচ্ছে। এতে করে ইউআই পুর্বের তুলনায় ২২ শতাংশ দ্রুত হয়েছে।তার সাথে সিস্টেম সার্ভার আগের চেয়ে ১৫ শতাংশ কম প্রসেসর কোর ব্যবহার করছে এবং বাধাহীন ভাবে কাজ করছে। এতে করে অ্যানিমেশন গুলো হয়ে উঠেছে আরো দ্রুত। যেসকল ডিভাসে শক্তিশালী হার্ডওয়্যার এবং উচ্চ রিফ্রেশ রেট বিশিষ্ট ডিসপ্লে রয়েছে, তাদের ব্যবহার অভিজ্ঞতা হবে অন্যরকম। একটি নতুন “ওভারস্ক্রোল” অ্যানিমেশন যুক্ত হয়েছে। আপনি যখন একটি পেজ স্ক্রল করতে গিয়ে একদন শেষ প্রান্তে এসে পৌছাবেন তখন কিছু খালি জায়গা প্রসারিত হবে এবং স্ক্রল থেমে যাবে।

নতুন প্রাইভেসি ফিচার

প্রাইভেসি বা গোপনীয়তা নিয়ে সামান্য কিছু পরিবর্তন আনছে গুগল। তারা একটি প্রাইভেসি ড্যাসবোর্ড তৈরি করেছে। কোন অ্যাপ কি ডেটা ব্যবহার করছে, কোন অনুমতি ব্যবহার করছে এই ড্যাশবোর্ড টি আপনাকে তা জানান দেবে। এছাড়া অ্যান্ড্রয়েড 12 এ মাইক এবং ক্যামেরার জন্য একুটী বিন্ট ইন ইন্ডিকেটর রয়েছে। যখন আপনার ডিভাইসের মাইক কিংবা ক্যামেরা কোনো অ্যাপ ব্যবহার করলে এই ইন্ডিকেটর আপনাকে তা জানাবে। গুগল সকল অ্যাপ এর জন্য ক্যামেরা অ মাইক এর ব্যবহার বন্ধ করার জন্য একটি ফিচার দিয়েছে। আপনার নোটিফিকেশন প্যানেল নিচে টানলেও এই ফিচারটি দেখতে পারবেন।

লোকেশনের জন্য গুগল একটি অসম্ভব সুন্দর ফিচার নিয়ে আসছে। পুর্বের অ্যান্ড্রয়েড এ অ্যাপ এর লোকেশন পারমিশনের জন্য কয়েক্তি অপশন থাকতো। যেমন সবসময়ের জন্য লোকেশন ব্যবহারের পারমিশন আরেকটি শুধু মাত্র অ্যাপ টি ব্যবহারের সময়। গুগল এবার আরো ২ টি অপশন যুক্ত করেছে। “approximate” or “precise” লোকেশন। প্রথন অপশন টি আপনার সুনির্দিষ্ট অবস্থান অ্যাপ কে জানাবে না। এতে করে অ্যাপ আপনার ঠিকানা অনুমান করতে পারবে না।

লক স্ক্রিন

বিজ্ঞাপন (কেন?)

আপনি যখন প্রথম অ্যান্ড্রয়েড 12 চালূ করবেন তাহলে সর্বপ্রথম আপনি যে বিষয়টি লক্ষ্য করবেন সেটি হচ্ছে লক স্ক্রিন। অ্যান্ড্রয়েড 12 এর লক স্ক্রিনের ঠিক মাঝখানে রয়েছে খুব বড় আকারের একটি ঘড়ি। আর ঘড়ি টির উপরে বাম পাশে ছোট করে দিন, তারিখ এবং তাপমাত্রা দেয়া থাকবে। কোনো নোটিফিকেশন আসলে কিংবা মিডিয়া প্লেব্যাক চালু করলে ঘড়ি টি ছোট হয়ে উপরের বাম দিকে সড়ে যায়। তাছাড়া অ্যান্ড্রয়েড 11 এর মতো এখেনও AOD এর মত ফিচারটি থাকছে।

অন্যান্য পরিবর্তন গুলো

সেটিং মেন্যু তে কিছু পরিবর্তন

অন্যান্য পরিবর্তনের সাথে সাথে সেটিং মেন্যু তেও বেশ পরিবর্তন আনা হয়েছে। লেবেল এবং আইকন গুলো আকারে বড় করা হয়েছে। উপরের অনেক টুকু অংশ ফাঁকা রাখা হয়েছে যার ফলে এক হাতে ব্যাবহার করা আরো সহজ হবে।

One-Handed মোড

একটি বড় ডিসপ্লের স্মার্টফোন এক হাতে ব্যবহার করা অনেক কষ্টকর হতে পারে। এই বিষয়টি মাথায় রেখে অ্যান্ড্রয়েড 12 এ গুগল One handed মোড ফিচারটি নিয়ে এসেছে। কিন্তু এটি আপনাকে সেটিং থেকে চালু করে নিতে হবে। শুরুতে আপনাকে একটি টাইম আউট দেয়া থাকবে। চাইলে আপনি এটি বন্ধ করে নিতে পারবেন। এর মাধ্যমে আপনি ডিসপ্লে টিকে এক হাতে ব্যবহারযোগ্য অর্থাৎ ছোট করে নিতে পারবেন। এটি অবশ্যই একটি সুবিধাজনক ফিচার।

অ্যান্ড্রয়েড টিভি রিমোট

সকল অ্যান্ড্রয়েড 12 ডিভাইস গুলোতে এ ফিচার টি থাকবে। এই ফিচারটি ব্যাবহার করে অ্যান্ড্রয়েড টিভি যেকোনো অ্যান্ড্রয়েড 12 মোবাইল দিয়ে কন্ট্রোল করা যাবে যেখানে মাইক্রোফোন কিংবা মোবাইলের কিবোর্ড দিয়ে টিভি কন্ট্রোল করার সুবিধা থাকছে।

গুগল অ্যাসিস্ট্যান্ট

গুগল অ্যাসিস্ট্যান্ট এর নিজস্ব কোনো পরিবর্তন আসছে না এই আপডেট এ। কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট কে হাজির করার বেলায় একটি নতুন ফিচার যুক্ত হয়েছে। iOS ডিভাইস গুলোর মত এখন পাওয়ার বাটন চেপে রেখে ডাকা যাবে গুগল অ্যাসিস্ট্যান্ট কে।

ডাবল ট্যাপ জেসচার

গুগল Pixel ফোন গুলোতে এই সুবিধা দিচ্ছে। এটি চালু করার পর আপনি স্মার্টফোন টির পিছনে দ্রুত ২ বার ট্যাপ করলে এটি একটি স্ক্রিনশট নেবে। কিন্তু আপনি চাইলেই এটি আপনার মন মতো পরিবর্তন করে অন্য কোনো কাজ বাছাই করে নিতে পারবেন।

কোন কোন ডিভাইসে আসছে অ্যান্ড্রয়েড 12 এর আপডেট টি

  • সর্বপ্রথম Pixel ডিভাইস গুলো
  • পরবর্তীতে আসা Pixel এর ফ্ল্যাগশিপ গুলো
  • গুগলের পার্টনার ডিভাইস গুলো

যে ফোন গুলো প্রথম পাবলিক বেটা আপডেট পেয়েছিলোঃ

  • Pixel 3 সিরিজ
  • Pixel 3a সিরিজ
  • Pixel 4 সিরিজ
  • Pixel 4a সিরিজ
  • Pixel 5

গুগল এর কিছু অ্যান্ড্রয়েড পার্টনার দের তালিকায়ঃ

  • Oneplus 9 সিরিজ
  • Asus Zenfone 8
  • Xiaomi Mi 11 সিরিজ
  • Realme GT
  • Oppo Find X3 Pro
  • Tecno Camon 17
  • Vivo iQOO 7 Legend
  • ZTE Axon 30 Ultra 5G

এই ডিভাইস গুলো প্রথম পাবলিক বিট আপডেট পাবে। এবং যখন সম্পুর্ণ ভভার্সন বের হবে, তখন একই ক্রমে এই ডিভাইস গুলো আপডেট পাবে।

পরিশেষ

তো এই হচ্ছে গুগলের অ্যান্ড্রয়েড 12। হয়তো প্রথম গ্লোবাল রিলিজ উপরোক্ত আপডেট গুলো নাও থাকতে পারে। তবে ক্রমে ক্রমে আরো কিছু আপডেট এর মাধ্যমে সব ফিচার গুলোই ডিভাইস গুলো তে পৌছে যাবে। আপনারা চাইলে এখনি গুগলের বেটা প্রোজেক্ট এর সাথে যুক্ত হতে পারেন এবং উপভোগ করতে পারেন নতুন সব ফিচার গুলো। কিন্তু হ্যা আপনাকে অবশ্যই উপরের লিস্টের যেকোনো একটার ব্যবহারকারী হতে হবে। অন্যথায় আপনেক যথেষ্ট সময় ধরে অপেক্ষা করতে হতে পারে। কেননা গুগলের খুব বড় একটি আপডেট এটি এবং সকলের নিকট আপডেট টি পৌছানোর বিষয়টি বেশ সময়সাপেক্ষ ব্যাপার। আশা করছি আপনারা অপেক্ষা করবেন এবং ধন্যবাদ এতক্ষণ যাবত আমাদের সাথে থাকার জন্য।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

Hello World!
Jamil's here. Love to learn and write about new things, especially about tech.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.