Reading Time: 5 minutes

বিনোদন আমাদের জন্যে গুরুত্বপূর্ণ। আমাদের বিশ্রাম দিতে এবং মস্তিষ্ক উজ্জীবিত রাখতে বিনোদন সাহায্য করে। লম্বা সময় ধরে কাজ করার পর আমরা সবাই একা অথবা পরিবারের সাথে কোন একটি চলচ্চিত্র, টিভি-শো, গান অথবা বই পড়তে ভালোবাসি। তাই আমাদের আজকের এই আর্টিকেলে আমরা তালিকাবদ্ধ করছি কিছু ফ্রি এবং অসাধারন বিনোদন এ্যাপ যেগুলি আপনি এখনই ইন্সটল এবং উপভোগ করতে পারেন। আমরা এই তালিকায় কোন মিডিয়া প্লেয়ার (সাধারন) রাখছি না।

ওডিসি – ফ্রি কনটেন্ট প্লাটফর্ম

ওডিসি বা লাইব্রেরী একটি ফ্রি ইউটিউবের মত ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম। এখানে যে কেউ স্বাধীনভাবে ভিডিও আপলোড করতে পারে। একইভাবে দর্শকরা যেকোন প্রান্ত হতে বাধাহীনভাবে কন্টেন্ট উপভোগ করতে পারে। ইউটিউব বর্তমানে বিশ্বের সবচাইতে বড় ভিডি স্ট্রিমিং প্লাটফর্ম। কিন্তু ইউটিউব গুগোল দ্বারা পরিচালিত এবং তাদের গাইডলাইন কন্টেন্ট নির্মাতাদের জন্যে অনেকখানি কঠিন। এতে অনেক নির্মাতারা ওডিসির দিকে ঝুকছেন। ওডিসিতে বর্তমানে হার্ডওয়্যাআনবক্সড, স্যামটাইম, অরডিনারি, গেমার্স, লুইজ রসম্যান, ইলেক্ট্রোবুমের মত আরো অনেক জনপ্রিয় ইউটিউবাররা ইতোমধ্যে তাদের কন্টেন্ট ওডিসিতে আপলোড করেছে।

ওডিসি বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে কারন এটি কন্টেন্ট নির্মাতাদের ও দর্শকদের কর্পোরেট বেরাজালে আটকে রাখে না। এটি দর্শকদের কোন তথ্য সংগ্রহ করে না। বরং, ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে নির্মাতাদের পারিশ্রমিক প্রদান করে। ওডিসি দর্শকদের ক্রিপ্টো দ্বারা পুরষ্কার প্রদানের ব্যবস্থা রেখেছে যার সম্পূর্ণ অংশ কন্টেন্ট নির্মাতারা পায়। তাছাড়া ওডিসি কোন কন্টেন্ট কড়াভাবে সেন্সর, নির্মাতাদের হয়রানি এবং কারো অনুরোধে কন্টেন্ট ব্লক করে না।

এসএমটিউব – ইউটিউব ভিউয়ার

একটি কারনে আমি ইউটিউব অপছন্দ করি। কারনটি হচ্ছে ইউটিউব দর্শকদের জন্যে অনেক বিরক্তিকর এবং ঝামেলাকর। এতে প্রচুর বিজ্ঞাপন প্রদর্শিত হয় এবং গুগোল বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের গোপনীয়তা বিনষ্ট করে। বিশেষ করে বিগত সময়ে ইউটিউবে এই সমস্যাগুলি প্রকট হয়ে উঠছে। এর একটি সমাধান হচ্ছে ব্রাউজার এক্সটেনশন এবং অ্যাডব্লকার ব্যবহার করা। যদিও ইউটিউব এড়িয়ে চলা আবশ্যক হয়ে উঠছে, তবুও ইউটিউব বাদ দিয়ে চলা অনেকের ক্ষেত্রে প্রায় অসম্ভব। এর কারন ইউটিউব আমাদের দেশে লোকাল সিডিএন এর মাধ্যমে বিনা চাপে দ্রুতগতিতে কন্টেন্ট পৌছাতে সক্ষম। এর ফলে যেকোন উচ্চমানের (হাই রেজুলেশন) ভিডিও বাফারিং ছাড়াই দেখতে পারি। বিশেষ করে যেখানে আমাদের দেশে ধীরগতির ইন্টারনেট সংযোগই বেশী।

ইউটিউবের বিগত পরিবর্তনের ফলে মিনিটিউব এর মত অ্যাপগুলি এখন আর চলছে না। অনেক ইউটিউব ক্লায়েন্ট এখন আর চলতে সক্ষম হচ্ছে না। তবে বর্তমানে হালনাগাদকৃত একটি কার্যকর ইউটিউব ক্লায়েন্ট হচ্ছে এসএমটিউব। এটি একটি অসাধারন ক্লায়েন্ট যা আপনার প্রিয় মিডিয়াপ্লেয়ারে ইউটিউব ভিডিও প্লে করে। এর ইন্টারফেস অত্যন্ত পরিষ্কার এবং এটি ওজনে হাল্কা। এর কিছু সুবিধাগুলি হচ্ছেঃ

  • এটি ওজনে হাল্কা এবং মেমোরিতে কম চাপ প্রয়োগ করে। যার ফলে এটি কম ক্ষমতাসম্পন্ন সিস্টেমগুলিতে বেশ ভালোভাবে চলে, যেমনঃ রাসবেরীপাই।
  • এটি নিয়মিত হালনাগাদ করা হয়। যার ফলে এটি প্রায় ত্রুটিমুক্ত এবং নিরাপদ।
  • এটি আপনাকে বিস্তরভাবে সার্চ করার সুবিধা দেয় এবং আপনি চাইলে ক্যাটাগরি নির্বাচন করে ভিডিও ব্রাউজ করতে পারবেন।
  • এতে ভিডিও ডেসক্রিপশন, কোয়ালিটি পরিবর্তনের অপশন এবং কন্টেন্ট লোকেশন অপশন এর মত সুবিধা রয়েছে।

আপনি চাইলে এসএমটিউব অফিসিয়াল ওয়েবসাইট অথবা আপনার ডিস্ট্রিবিউশন রিপোজিটরি হতে এসএমটিউব ইন্সটল করতে পারেন।

স্ট্রিমিও – বিনামূল্যে মুভি, টিভি-শো এবং অ্যানিমেশন স্ট্রিমিং

স্ট্রিমিও হচ্ছে একটি সম্পূর্ণ বৈধ মিডিয়া স্ট্রিমিং প্লাটফর্ম যেখানে আপনি মুভি, সিরিজ, টিভি-শো, অ্যানিমেশন এবং আরো অনেক ধরনের মিডিয়া বিনামূল্যে স্ট্রিম করতে পারবেন। এটি সম্পূর্ণ ওপেন সোর্স এবং এটির কোড গিটহাবে পাওয়া যাবে। অর্থাৎ এটি অত্যন্ত নিরাপদ এবং বাধাবিহীন। এটিতে কোন ডিআরএম নাই যার ফলে আপনি চাইলে কন্টেন্ট ডাউনলোড করেও রাখতে পারবেন। স্ট্রিমিও নিজে কোন মিডিয়া হোস্ট করে না। যার ফলে স্ট্রিমিও কেউ চাইলেই ব্লক করে দিতে পারবে না। এর কারন, স্ট্রিমিও প্লাগইন এর মাধ্যমে টরেন্ট এবং অন্যান্য মাধ্যম হতে মিডিয়া স্ট্রিমিং করে।

স্ট্রিমিওতে নেটফ্লিক্সের মত ইন্টারফেস পাবেন যাতে আপনি কন্টেন্টসমুহ ব্রাউজ, সার্চ এবং লাইব্রেরীতে যোগ করে রাখতে পারবেন। এতে একটি ভালো প্লেয়ার রয়েছে যার ইন্টারফেস সরল এবং ব্যবহারযোগ্য। এর সার্চ এবং ফিল্টার অপশন বেশ নির্ভুল। এতে ক্যালেন্ডার এবং লাইব্রেরী রয়েছে যা আপনাকে বিগত দেখা কন্টেন্ট এবং জমা করা কন্টেন্টসমূহ দেখা যায়। এর এ্যাডঅনগুলি বেশ কার্যকর। এ্যাডঅন স্ট্রিমিওর গুরুত্বপূর্ন অংশ কারন এটি স্ট্রিমিওতে বিভিন্ন ধরনের উৎস যেমনঃ পপকর্ন টাইম, কিম কার্টুন ও অন্যান্য টরেন্ট সার্ভিস যোগ করে। আপনি চাইলে তৃতীয় পক্ষের এ্যাডঅনগুলি হতে বিভিন্ন নতুন শো এবং মুভি দেখতে পারেন। স্ট্রিমিও এর অফিসিয়াল এ্যাপ এখান থেকে ডাউনলোড করা যায়।

বিজ্ঞাপন (কেন?)

(স্ট্রিমিও অ্যাপের সম্পূর্ন রিভিউ (বাংলা) পড়তে চাইলে এখানে দেখুন)

মেলোপ্লেয়ার – মিউজিক স্ট্রিমিং ব্রাউজার

আপনি যদি আপনার সকল মিউজিক সাবসক্রিপশন সার্ভিসগুলি এক জায়গা থেকে ব্যবহার করতে চান তাহলে মেলোপ্লেয়ার আপনার জন্যে সেরা বিকল্প। অনেকেই প্রত্যেকটি সার্ভিসের জন্যে একটি অ্যাপ্লিকেশন রাখা পছন্দ করেন না, কারন এতে সিস্টেমের উপর চাপ পরে এবং সবগুলি অ্যাপ্লিকেশন একভাবে কাজ করতে বা সমন্বয় করতে চায় না। মেলোপ্লেয়ারে স্পটিফাই, গুগল প্লে মিউজিক, ইউটিউব মিউজিক, ডিজার, টাইডালসহ আরো অনেক সার্ভিস একত্রে ব্যবহার করা যায়।

এবং সার্ভিস যাইই হোক, মেলোপ্লেয়ার বর্তমানে চলা সকল প্লেয়ার সিস্টেমের সাথে সমন্বয় করে দেয়। তার মানে আপনি আপনার নোটিফিকেশন বার হতে মিউজিক নিয়ন্ত্রন, ব্যাকগ্রাউন্ড প্লে, সিস্টেম ইকুয়ালাইজার ব্যবহার করতে পারবেন। এটিতে বিল্ট ইন এডব্লকার রয়েছে, যা বিজ্ঞাপন ব্লক করতে সাহায্য করে। মেলোপ্লেয়ার চাইলে ডাউনলোড করতে পারেন এখান থেকে। এবং এটি আর্চ ইউজার রিপোজিটরিতেও পাওয়া যাচ্ছে।

কমিকু – মাঙ্গা এবং কমিক রিডার

কমিকু একটি কমিক এবং মাঙ্গা রিডার যার মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন উৎস হতে মাঙ্গা এবং কমিক সরাসরি পড়া যায়। এটি একটি কনভার্জেন্ট এ্যাপ অর্থাৎ এটি ডেস্কটপের পাশাপাশি লিনাক্স মোবাইলেও সঠিকভাবে প্রদর্শিত হয়। কমিকু বেশ ভালো একটি রিডার যা ব্যবহার অত্যন্ত সোজা এবং আপনি চাইলে বিনামূল্যে বিভিন্ন অনলাইন সোর্স হতে সরাসরি কমিক এবং মাঙ্গা সার্চ করা ও পড়তে পারবেন। আপনি চাইলে কমিকগুলি বুকমার্ক এবং অফলাইনে পড়ার জন্যে সেভ করে রাখতে পারবেন।

কমিকু খুব দ্রুত কাজ করে কারন এটি ভালোভাবে নির্মিত নেটিভ এ্যাপ। আপনি সেটিংস হতে সাধারন দিকগুলি পরিবর্তন করতে পারেন এবং ডার্ক মোড চালু করতে পারেন। আপনি চাইলে কমিকু ফ্ল্যাটহাব হতে ইনস্টল করতে পারেন। এটি আর্চ ইউজার রিপোজিটরিতেও রয়েছে।

নিউজফ্ল্যাশ – রিডার

নিউজফ্ল্যাশ একটি অসাধারন এবং সুন্দর আরএসএস নিউজ রিডার। এটি অত্যন্ত পরিচ্ছন্ন এবং ফিচারপূর্ন। এটি জিটিকে অ্যাপ যার ফলে সিস্টেমে বেশ ভালোভাবে মানিয়ে যায় এবং এতে ডার্কমোড সমর্থন রয়েছে। আরএসএস অনেকের জন্যে খুবই গুরুত্বপূর্ন যেখানে শুধুমাত্র বুর্কমার্ক একেবারেই যথেষ্ট নয়। ফিডলি এবং অন্যান্য সার্ভিস যদিও ভালো, তাদের ইন্টারফেস ভারী এবং মাঝে মধ্যে অপরিচ্ছন্ন থাকে। নিউজফ্ল্যাশ অপরদিকে খুবই হাল্কা এবং গোছালো। এটির ইন্টারফেস একটি সজীব ভাব প্রদান করে। মূল সুবিধাসমূহগুলির মধ্যে উল্লেখ্যযোগ্য কিছু হচ্ছে:

  • এটি অন্যান্য ফীড সার্ভিস এর সাথে সিঙ্ক্রোনাইজ করতে সক্ষম।
  • এটি সয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ডে নতুন ফীড হালনাগাদ করতে পারে।
  • আপনি চাইলে কাস্টম ফীড ট্যাগ এবং ক্যাটাগরি তৈরি করতে পারেন।
  • আর্টিকেল সাজানোর সুবিধা এবং স্টার মার্ক করার সুবিধা।
  • কী-বোর্ড শর্টকাট।
  • রেসপন্সিভ ইউ-আই এবং ডার্ক মোড সমর্থন।

নিউজফ্ল্যাশ একটি আবশ্যক টুল আমার জন্যে। যেকোন সময় আমি আমার ফীডগুলি এখানে আনতে পারি এবং সয়ংক্রিয়ভাবে সবকিছু সিঙ্ক্রোনাইজ হয়ে যায়। আপনি চাইলে এখান হতে নিউজফ্ল্যাশ ইনস্টল করতে পারেন। এটি আর্চ ইউজার রিপোজিটরিতেও রয়েছে।

আপনাকে ধন্যবাদ পড়ার জন্যে এবং আমন্ত্রন রইলো কমেন্টে আপনার পছন্দের অ্যাপ্লিকেশন উত্থাপন করার জন্যে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

2 comments

  1. এহেম এহেম, মনে হচ্ছে সম্পুর্ণ মেশিন ট্রান্সলেটেড লেখা।

    1. আমাদের সকল খবরসমূহ আমরা নিজেদের হাতে ছাপি। এতে কোন যান্ত্রিক অনুবাদ ব্যবহার করা হয় না। তবে কিছু শব্দ এবং কোন আন্তর্জাতিক টার্ম সহজ বাংলায় বোঝানো কঠিন হয় । তাছাড়া আমরা যথার্থ চেষ্টা করি সোজা শব্দগুলির সরাসরি বাংলা অর্থ প্রদান করে লেখার যাতে সার্চ ইঞ্জিন সহজে কনটেক্সট বুঝতে পারে৷ আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ৷

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.