Reading Time: 6 minutes

বর্তমানে ব্যাপকভাবে অনলাইন কিংবা অফলাইন ভিডিও স্ট্রিম অ্যাপ্লিকেশন পাওয়া যাচ্ছে। ব্যবহারকারীর চাহিদার উপর নির্ভর করে ডেভেলপাররা নানান সুবিধা সম্পন্ন অনলাইন, অফলাইন, ক্লোজড কিংবা ওপেন সোর্স ভিডিও প্লেয়ার চালু করেছেন। যদিও সব অ্যাপ্লিকেশন সুবিধাজনক হয় না। বিজ্ঞাপনের মত বিরক্তিকর এবং ঝামেলাজনক ব্যাপারগুলো অনেক অ্যাপ্লিকেশনের মধ্যেই দেখা যায়। তাই ঝামেলা থেকে মুক্তির জন্য ডেস্কটপ কম্পিউটার কিংবা পোর্টেবল ডিভাইসের জন্য বেশ কিছু জনপ্রিয় ওপেন সোর্স ভিডিও প্লেয়ার সম্পর্কে এই আর্টিকেলটিতে আলোচনা করা হবে।

টুলসগুলো ওপেন সোর্স এবং এগুলো লিনাক্স কিংবা ম্যাক অপারেটিং সিস্টেমেও ব্যবহার করা যাবে।

ভিএলসি

ভিডিও ল্যান ক্লায়েন্ট, সংক্ষেপে ভিএলসি (VLC) কম্পিউটারের পাশাপাশি অ্যান্ড্রোয়েড, আইওএস চালিত স্মার্টফোনেও ব্যবহার করা যায়। ভিএলসিতে স্ট্রিম থেকে শুরু করে সব ধরনের মিডিয়া ফাইল সাপোর্ট করে। পাশাপাশি এমপিথ্রি, ডব্লিউএমভি, ওয়েবএম, এইচ.২৬৪, এমপিইজি সাপোর্ট করে এবং এর জন্য আলাদা কোডেকস ইনস্টল করতে হয় না। ভিএলসি গুগলের প্লে স্টোর, অ্যাপলের অ্যাপ স্টোর এবং উইন্ডোজের মাইক্রোসফট স্টোরের ডিজিটাল ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মেও পাওয়া যায়। এতে বিজ্ঞাপন, স্পাইওয়্যার এর মত ঝামেলাও নেই এবং চমৎকার একটি মিডিয়া প্লেয়ার।

এটি সকলের জন্য বিনামূল্যে ব্যবহারযোগ্য। এই লিংকে গিয়ে ভিএলসি ডাউনলোড করা যাবে।

স্ট্রিমিও

স্ট্রিমিও (Stremio) একটি মিডিয়া স্ট্রিমিং অ্যাপ যেখানে মুভি, টিভি শো, সিরিজ সহ আরও অনেক কিছু স্ট্রিম করা যায় সহজেই। এটি লিনাক্স, ম্যাক, উইন্ডোজ এমনকি অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস এর জন্যও উপলব্ধ। এটি একটি ওপেন সোর্স সফটয়্যার এবং এর সোর্স কোড সকলের জন্য উন্মুক্ত। সফটওয়্যার টি ওপেন সোর্স হওয়াতে এখানে যে কেউ বিনামুল্যে মিডিয়া স্ট্রিমিং করতে পারবেন। এছাড়াও ওপেন সোর্স হওয়াতে এটি অত্যন্ত নিরাপদ। এতে কিছু সাধারন সুবিধাসমুহ রয়েছে যেমন, কন্টেন্ট ব্রাউজার, সার্চ অপশন, ডিস্কভারি পেজ এবং ভালো একটি মিডিয়া প্লেয়ার ইন্টারফেস।

এছাড়াও এতে কিছু বিশেষ সুবিধা রয়েছে যেমন: অ্যাড-অন, লাইব্রেরী, ক্যালেন্ডার ইত্যাদি যা কিনা ব্যবহারকারীকে মিডিয়া উপভোগে সাহায্য করবে। এদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সুবিধাটি হচ্ছে অ্যাড-অন সুবিধাটি। এতে মূলত মিডিয়া দেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অ্যাড-অন। এর মাধ্যমে প্রয়োজনীয় অ্যাড-অন টি ইনস্টল কিংবা আনইনস্টল করে প্রয়োজনীয় মিডিয়াটি উপভোগ করা যাবে নিঃসন্দেহে। ব্যবহারকারী অ্যাপ এর ভিতর থেকেই তার প্রয়োজন মতো অ্যাড-অন ইনস্টল কিংবা আনইনস্টল করতে পারবেন। স্ট্রিমিও পাওয়া যাবে এই লিংকে

বাঁনশি

ইন্টারনেট রেডিও কিংবা পডকাস্ট শোনার ক্ষেত্রে বাঁনশি (Banshee) খুবই জনপ্রিয় ভিডিও প্লেয়ার। সহজে ব্যবহার উপযোগী এ প্লেয়ারটিতে প্রায় সব ধরনের ফরম্যাটের মিডিয়া ফাইলই সাপোর্ট করে। ২০০৫ সালে শুরু হওয়া এ প্লেয়ারটি অন্যান্য ওপেন সোর্স প্লেয়ারের মতো উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক অপারেটিং সিস্টেমেও ব্যবহার করা যায়। এছাড়া পোর্টেবল ডিভাইসের ব্যবহারের ক্ষেত্রে এ প্লেয়ারটি অনেক কম ব্যাটারি ব্যবহার করে। এই লিংকটিতে গিয়ে ভিডিও প্লেয়ার বাঁনশি ডাউনলোড করা যাবে।

অ্যাপ্রেনটিক

ব্যবহারকারীদের বিভিন্ন পছন্দের ব্যাপার মাথায় রেখে বেশ শক্তিশালী সুবিধাসহ শুরু হওয়া ভিডিও প্লেয়ারের একটি অ্যাপ্রেনটিক (Apprentice)। বিশেষ করে এফএফএমপিইইজি সাপোর্টেড এ প্লেয়ারটির সাহায্যে অডিও এবং ভিডিও রেন্ডারিং সুবিধাও পাওয়া যায়। এর আলপা চ্যানেল প্রিভিউ সুবিধা অনেকেরই ভালো লাগবে এবং সহজে বুকমার্ক করার ব্যবস্থাও রয়েছে। আরো রয়েছে ইনপুট-আউটপুট লুপিং এর সুবিধা। এ প্লেয়ারটিতে ড্রাগ অ্যান্ড ড্রপ সুবিধার পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতিতে ক্রপ করারও আলাদা এডিটর রয়েছে।

বলতে গেলে অ্যাপ্রেনটিক এমন একটি টুল যেখানে নানা ধরনের কাজ করা সম্ভব। এই লিংকে ক্লিক করলেই এই প্লেয়ারটি পাওয়া যাবে।

অডাশিয়াস

কম্পিউটারের সিপিইউ তে বাড়তি চাপ দেয়ার ঝামেলা থেকে মুক্তি দিতে অডাশিয়াস (Audacious) সকল ধরনের প্লেব্যাক ব্যবহার উপযোগী প্লেয়ার। ২০০৫ সালে শুরু হওয়া প্লেয়ারটি এমপিথ্রি, এএসি, এফএলএসি, ডব্লিউএমএসহ নানা ধরনের ফরম্যাট সাপোর্ট করে। এ প্লেয়ারে যে কোন ফরম্যাটের মিডিয়া ফাইল সহজে ড্রাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে ব্যবহার করা যায়। সাথে শিল্পীর নাম, অ্যালবামের তথ্যাদিসহ পাওয়া যায়। এতে রয়েছে ভিন্ন ভিন্ন ধরনের থিম এবং সবচেয়ে সহজ ক্লাসিক স্কিন থিম। এছাড়াও একবারে এ প্লেয়ারে পছন্দের গানের লাইব্রেরি তৈরি করে পরবর্তীতে ইন্টারনেটে সহায়তায়ও গান শোনা বা দেখার সুযোগ রয়েছে। 

এই লিংকটিতে অডাশিয়াস প্লেয়ারটি পাওয়া যাবে।

মিরো

মিরো (Miro) হচ্ছে ট্যাবলেট এবং অ্যান্ড্রোয়েড চালিত ডিভাইসের জন্য সুপার এক অডিও এবং ভিডিও প্লেয়ার। ২০০৬ সালে যখন প্লেয়ারটি বাজারে আসে তখন এর নাম ডেমক্রেসি প্লেয়ার বা ডিটিভি ছিল। বিশ্বখ্যাত ই-কমার্স আমাজন ইন্ট্রিগ্রেশন থাকায় এ প্লেয়ারের সাহায্যে সহজে অডিও বা ভিডিও শোনা এবং সংরক্ষণ করা যায়। এছাড়াও বড় একটি সুবিধার মধ্যে এতে বিভিন্ন মিডিয়া ফাইল ফরম্যাট সুবিধাও রয়েছে। প্রায় ৪০টি ভাষায় থাকা এ প্লেয়ারটি ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়। এ প্লেয়ারের মাধ্যমে এমপিফোর বা এইচ২৬৪-সহ বিভিন্ন ফরম্যাটে ফাইল কনভার্ট করা যায়।

বিজ্ঞাপন (কেন?)

মিরো প্লেয়ারটি এই লিংকে ক্লিক করলেই পাওয়া যাবে এবং ডাউনলোড ও করা যাবে।

এসএম প্লেয়ার

এসএম প্লেয়ার (SMPlayer) সব ধরনের অপারেটিং সিস্টেমের উপযোগী জনপ্রিয় একটি ওপেন সোর্স প্লেয়ার এসএম প্লেয়ার। এই প্লেয়ারটি যে কোন অ্যাপ সেটিংস ব্যবহারকারী পছন্দ করবেন সেটি সহজেই মনে রাখতে পারে। এ প্লেয়ারে সব ধরনের মিডিয়া ফাইল ফরম্যাট কাজ করবে। এছাড়াও এতে নিউ কোডেক প্যাকস এবং বাড়তি প্লাগিনস ও আছে। এতে আছে ভিন্ন ভিন্ন থিম যা প্রতিদিনই পরিবর্তন হয় ব্যবহারকারীর পছন্দ মোতাবেক। এছাড়াও এ প্লেয়ারটিতে রয়েছে সেরা ভিডিও ইকুয়ালাইজার যা প্লেয়ারটিতে নতুন সুবিধা যুক্ত করেছে। প্লেয়ারটি পাওয়া যাবে এই লিংকে

প্লেয়ারটিতে খুব সহজে ইউটিউবের ভিডিও চালানো যায় এবং সেই সাথে স্বয়ংক্রিয় ভাবেই সাবটাইলটেস ডাউনলোড হয়ে যায়।

শাইন

ভিসিডি, ডিভিডি এবং সিডিতে ব্যবহার উপযোগী বিনামূল্যে ব্যবহার করা যায় এমন একটি ভিডিও প্লেয়ার শাইন (Xine)। এতে এমপিথ্রি, ডব্লিউএমভি, এমওভি, এভিআইসহ প্রায় সব ধরনের ফরম্যাটই কাজ করে। দ্রুতগতির স্ট্রিমিং যেমন করা যায় প্লেয়ারটিতে তেমনি নানা ধরনের প্লাগইন ব্যবহার করার মাধ্যমে এ প্লেয়ারটির দারুণ সার্ভিস পাওয়া সম্ভব। এতে নানা ধরনের প্লাগিনস ও রয়েছে। যদিও এটি অনেক পুরাতন অ্যাপ্লিকেশন এবং ডেভেলপমেন্ট ও বন্ধ রয়েছে। তাই এটি আপাতত না ডাউনলোড করাই ভাল।

এফএফএমপিইজি

এফএফএমপিইজি (FFmpeg) একটি সফটওয়্যার লাওব্রেরি। ক্রস প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের একটি সমাধানযোগ্য সফটওয়্যার বেশ সহায়তা করে। গান শোনা বা ভিডিও দেখার ক্ষেত্রে যা খুবই জরুরী। এমনই সুবিধার একটি টুলস হচ্ছে এফএফএমপিইজি। এ প্লেয়ারটি তৈরির সঙ্গে শিক্ষার্থী কমিউনিটির বড় একটি দল জড়িত যারা নিয়মিত প্লেয়ারটি উন্নয়নে কাজ করেন। এইচডি ভিডিওসহ সব ধরনের ভিডিও দেখার দারুণ এক প্লেয়ার এটি। কয়েক সেকেন্ডের মধ্যেই সকল ধরনের অডিও এবং ভিডিও ফরম্যাট সমর্থিত এ প্লেয়ারটি কম্পিউটারে সিপিইউ অনেক কম ব্যবহার করে এবং অন্যান্য ডিভাইসে ব্যাটারিও কম খরচ করে।

এফএফএমপিইজি পাওয়া যাবে এই লিংকে

কোডি

কোডি (Kodi) কমিউনিটির স্বার্থে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারযোগ্য আরেকটি অন্যতম মিডিয়া প্লেয়ার। কোডি প্লেয়ারে নিজের পছন্দসই সুবিধা, গানের তালিকা, ভিডিও দেখাসহ নানা ফরম্যাটের ভিডিও দেখা যাবে। এছাড়াও এ প্লেয়ারে রয়েছে নানা ধরনের অ্যাড-অনস যা প্রয়োজেন বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়। শুধু গান শোনা বা ভিডিও দেখাই নয়, এ প্লেয়ারের সাহায্যে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে সহজে ছবি শেয়ারও করা যায়। এ লিংকে ক্লিক করলে প্লেয়ারটি ডাউনলোড করা যাবে।

এমপিভি

এমপিভি (MPV) প্লেয়ারটি মাউস বেজড মুভমেন্টস বিষয়টি মাথায় রেখে তৈরি করেছে ডেভেলপাররা। এ প্লেয়ারটির সাহায্যে ভিডিও কনটেন্ট স্ট্রিমিং থেকে শুরু করে ইন্টারপোলেশন কন্ট্রোল, ফ্রেম টাইমিংস, কালার ম্যানেজমেন্ট এবং কোয়ালিটি অ্যালগরিদম সুবিধা পাওয়া যাবে। বিনামূল্যে ব্যবহারযোগ্য মিডিয়া প্লেয়ারএর মধ্যে এটি বেশ চমৎকার একটি প্লেয়ার। এমপিভি যে কোন প্ল্যাটফর্মের সঙ্গে ইন্টিগ্রেশন সুবিধার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। ২০১৩ সালে তৈরি মাত্র ২.৯ মেগাবাইট সাইজের এ প্লেয়ারটি এই লিংকে ক্লিক করলে ডাউনলোড করা যাবে।

ওডিসি – ফ্রি কনটেন্ট প্লাটফর্ম

ওডিসি (Odysee) বা লাইব্রেরী একটি ফ্রি ইউটিউবের মত ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম। এখানে যে কেউ স্বাধীনভাবে ভিডিও আপলোড করতে পারে। একইভাবে দর্শকরা যেকোন প্রান্ত হতে বাধাহীনভাবে কন্টেন্ট উপভোগ করতে পারে। ইউটিউব বর্তমানে বিশ্বের সবচাইতে বড় ভিডি স্ট্রিমিং প্লাটফর্ম। কিন্তু ইউটিউব গুগোল দ্বারা পরিচালিত এবং তাদের গাইডলাইন কন্টেন্ট নির্মাতাদের জন্যে অনেকখানি কঠিন। এতে অনেক নির্মাতারা ওডিসির দিকে ঝুকছেন। ওডিসিতে বর্তমানে হার্ডওয়্যাআনবক্সড, স্যামটাইম, অরডিনারি, গেমার্স, লুইজ রসম্যান, ইলেক্ট্রোবুমের মত আরো অনেক জনপ্রিয় ইউটিউবাররা ইতোমধ্যে তাদের কন্টেন্ট ওডিসিতে আপলোড করেছে।

ওডিসি বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে কারন এটি কন্টেন্ট নির্মাতাদের ও দর্শকদের কর্পোরেট বেরাজালে আটকে রাখে না। এটি দর্শকদের কোন তথ্য সংগ্রহ করে না। বরং, ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে নির্মাতাদের পারিশ্রমিক প্রদান করে। ওডিসি দর্শকদের ক্রিপ্টো দ্বারা পুরষ্কার প্রদানের ব্যবস্থা রেখেছে যার সম্পূর্ণ অংশ কন্টেন্ট নির্মাতারা পায়। তাছাড়া ওডিসি কোন কন্টেন্ট কড়াভাবে সেন্সর, নির্মাতাদের হয়রানি এবং কারো অনুরোধে কন্টেন্ট ব্লক করে না। ওডিসি স্ট্রিমিং প্লাটফর্ম এই লিংকে পাওয়া যাবে। 

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.