Reading Time: 6 minutes

বিগত সময়ে অ্যান্ড্রয়েডের জন্যে ওপেনসোর্স অ্যাপের তালিকা বেড়েই চলেছে। বেশ কিছু অসাধারন ওপেনসোর্স অ্যাপ এখন বিভিন্ন স্টোরে পাওয়া যাচ্ছে। কয়েক বছর আগেও এমনটা ছিলনা, কিন্তু বর্তমানে সকল প্রয়োজনে কোন না কোন ওপেনসোর্স অ্যাপ পাবেন। এটি ওপেনসোর্স-প্রেমীদের জন্যে নিঃসন্দেহে ভাল সংবাদ। এ আর্র্টিকেলে আমরা তালিকাবদ্ধ করেছি কিছু অসাধারন ওপেনসোর্স এ্যান্ড্রোয়েড অ্যাপ যা ব্যবহারে আপনাকে একটি বিশেষ অভিজ্ঞতা দিতে যাচ্ছে।

হলোপ্লে – ইউটিউব মিউজিক ক্লায়েন্ট

হলোপ্লে একটি অত্যন্ত সুন্দর ইউটিউব মিউজিক ক্লায়েন্ট যা ইনভিডিয়াস এপিআই ব্যবহার করে অডিও স্ট্রিমিং করে। এর ইন্টারফেস অত্যন্ত সুন্দরভাবে তৈরি এবং এতে ডার্কমোড রয়েছে যা খুবই দৃষ্টি নন্দন। এই অ্যাপের মাধ্যমে আপনি ভিডিও অথবা প্লেলিস্ট স্ট্রিম করতে পারবেন। ইনভিডিয়াস এপিআই ব্যবহারের ফলে এটি কোন তথ্য সংগ্রহ করে না এবং বিজ্ঞাপন দেখায় না। এটি ব্যাকগ্রাউন্ডে গান বাজাতে সক্ষম এবং এটিতে অফলাইন মোড রয়েছে, যার মাধ্যমে অফলাইনে গান শোনা যায়। আপনি চাইলে গানের প্লেলিস্ট তৈরি করতে পারবেন এবং অনলাইনে ব্যাক আপ করে রাখতে পারবেন।

হলোপ্লে অ্যাপে আপনি আপনার নিজস্ব ইনভিডিয়াস ইন্সট্যান্সের লিংক যুক্ত করতে পারবেন। তবে এতে ইতমধ্যে ডজনের ও বেশি ইনভিডিয়াস ইন্সট্যান্স পছন্দ করার অপশন রয়েছে। এটি লাইভ ভিডিওর অডিও স্ট্রিম করতে পারে। আপনি চাইলে এফ-ড্রয়েড হতে অ্যাপটি ইনস্টল করতে পারেন। এটি অ্যান্ড্রয়েড অটো সমর্থন করে।

ইনফিনিটি ফর রেডিট – রেডিট ক্লায়েন্ট

ইনফিনিটি ফর রেডিট একটি অত্যন্ত হাল্কা এবং মিনিমাল রেডিট ক্লায়েন্ট যা একই সাথে প্রাইভেসি ফ্রেন্ডলি। এটির ইন্টারফেস বেশ ব্যবহারকারি বান্ধব এবং সুন্দর। শুরুতেই আপনি দেখতে পাবেন সার্চ, ফিল্টার এবং অল্প কিছু অপশন। আপনি লে আউট পছন্দের জন্য পাবেন তিনটি অপশন, দুটি কার্ড, একটি কমপ্যাক্ট এবং গ্যালারী ভিউ যার মাধ্যমে আপনি পছন্দমত লে আউট বাছাই করতে পারবেন। অফিসিয়াল রেডিট ক্লায়েন্টে শুধুমাত্র দুটি লে আউট রয়েছে। সেটিংস এ গেলে দেখতে পাবেন বিভিন্ন অপশন যেমন ফন্ট, থিম, জেসচার এবং অন্যান্য জিনিস পরিবর্তন করার অপশন।

ভিডিওর ক্ষেত্রে রেডিট অফিসিয়াল ক্লায়েন্টের চেয়ে বাড়তি কিছু সুবিধা এই অ্যাপে রয়েছে যেমনঃ শুরু থেকে ভিডিও মিউট রাখার সুবিধা এবং ফিক্সড কোয়ালিটি অপশন। তাছাড়া রয়েছে সহজে ছবি এবং ভিডিও ডাউনলোড করার সুবিধা। অফিসিয়াল ক্লায়েন্টের মত এতেও একাধিক একাউন্ট যোগ করা যাবে। আপনি চাইলে এনএসএফডব্লিউ পোস্টসমূহ বন্ধ করতে পারবেন এমনকি একেবারের জন্যে বন্ধ করে দিতে পারবেন। লেজি মোডের মাধ্যমে চাইলে অটো স্ক্রল চালু করতে পারবেন। অ্যাপটি এফ-ড্রয়েড হতে ইনস্টল করতে পারবেন।

জিওম্যাট্রিক ওয়েদার – উন্নত ওয়েদার অ্যাপ

জিওম্যাট্রিক ওয়েদার একটি অত্যন্ত সুন্দর এবং সুবিধাপূর্ণ ওয়েদার অ্যাপ যার মাধ্যমে আপনি সরাসরি বিভিন্ন স্থানের আবহাওয়া দেখতে পারবেন। এর লে আউট অত্যন্ত সরল কিন্তু সুন্দর। অ্যাপের শুরুতেই বর্তমান সময়ের তাপমাত্রা, প্রতিদিনকার ফোরকাস্ট, ঘন্টাভিত্তিতে ফোরকাস্ট, সূর্য ও চন্দ্র উদয়-অস্ত এবং খুটিনাটি তথ্য তুলে ধরে। এর ইন্টারফেস এবং তথ্য লোডিং খুবই দ্রুত। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটি আপনি জিপিএস ছাড়াও ব্যবহার করতে পারবেন, ম্যানুয়াল সার্চের মাধ্যমে। এতে আপনি একাধীক এলাকা যোগ করতে পারবেন।

আবহাওয়া তথ্যের উৎস হিসেবে রয়েছে ৫টি অপশন (দুটি শুধুমাত্র চায়নায় বসবাসরত ব্যবহারকারিদের জন্যে, যেহেতু চীনে অনেক বিদেশী সোর্স কাজ করবে না)। আমি ব্যক্তিগতভাবে একুওয়েদার ব্যবহার করি, এবং এটি সবচেয়ে নিঁখুত। কিন্তু আপনি চাইলে ওপেনওয়েদারও ব্যবহার করতে পারবেন আবহাওয়া তথ্যের উৎস হিসেবে। তাছাড়া চাইনিজ ব্যবহাকারীদের জন্যে রয়েছে বাইদু আইপি এপি-আই। যদিও এটি বাতাসের মান দেখাতে সক্ষম, কিন্তু কিছু লোকেশনে তা দেখায় না। চাইলে এফড্রয়েড হতে এই অ্যাপটি ইনস্টল করতে পারেন।

Feeel – বাসায় ব্যায়ামের জন্যে ভার্চুয়াল কোচ

এই মহামারির সময়ে আমাদের বাসার বাইরে যাওয়াটা কঠিন হয়ে পড়েছে। যারা বাইরে কোন ব্যায়ামাগারে ব্যায়াম করেন এখন আর তারা সেটা করতে পারছেন না। অনেকেই নিত্যদিনের কাজে ব্যস্ত থাকতে না পারায় এবং বাসায় অফিস করায় স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন। আপনার যদি একই রকম অভিজ্ঞতা হয়ে থাকে, এবং আপনি ওপেন সোর্স অ্যাপ পছন্দ করেন, তবে আপনার জন্যে সেরা অপশন Feeel. এটি একটি বাসায় ব্যায়ামের জন্যে অ্যাপ যা ভার্চুয়াল কোচের দায়িত্ব পালন করবে। এতে এনিমেশনের মাধ্যমে আপনাকে ওয়ার্কআউট কৌশল দেখিয়ে দেবে এবং সময়ের হিসাব রাখতে সাহায্য করবে।

এই অ্যাপে আগে হতেই দুটি ব্যায়াম দেয়া আছে, কিন্তু এই অ্যাপ আপনাকে নিজের পছন্দ অনুযায়ী ওয়ার্কআউট প্ল্যান সাজাতে দেয়। ৩০ টিরও বেশি ব্যায়ামের ধরন দেয়া আছে যার দ্বারা বিভীন্ন কম্বিনেশন তৈরী করতে পারবেন আপনার প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী। এতে ওয়েস্ট, চেস্ট, লেগসহ বিভীন্ন এরিয়ার জন্যে ব্যায়াম রয়েছে। এতে প্লাঙ্ক, প্লাঞ্জ, স্কোয়াট, পুশ-আপ, ডিপস সহ আরো কয়েক ধরনের ব্যায়াম এবং ব্যায়মের ভ্যারিয়েশন রয়েছে। অ্যাপটিতে ব্যায়ামের টেক্সট নির্দেশনা ছাড়াও রয়েছে চমৎকার এনিমেশন যার মাধ্যমে সহজেই কোন কিছু অনুসরন করতে পারবেন। এফড্রয়েড হতে ডাউনলোড করুন।

ব্লু ক্লোভার – ইমেজ বোর্ড ভিউয়ার

যদিও এই ক্ষেত্রে ড্যাশচ্যান লেখার ইচ্ছে ছিলো, কিন্তু ড্যাশচ্যানের অনর্থক জটিলতা এবং এক্সটেনশন সিস্টেমের কারনে এখানে উল্লেখ্য করছি না। বরং আপনার যদি সহজ এবং ব্যবহারকারি বান্ধব ইমেজ বোর্ড ভিউয়ারের প্রয়োজন হয়, তবে নি:স্বন্দেহে ব্লু ক্লোভার একটি সেরা পছন্দ। ক্লোভারে বোর্ড যোগ করা অত্যন্ত সহজ এবং আপনি চাইলে ৪চ্যান ছাড়াও আরো অন্যান্য সোর্স যোগ করতে পারবেন। এটিতে আপনি সহজে রিপ্লাই দিতে পারবেন এবং এটি ইমেজ এটাচমেন্ট সমর্থন করে।

বিজ্ঞাপন (কেন?)

এটি মূলত ক্লোভার অ্যাপের একটি ফোর্ক, কিন্তু বিগত সময়ে ৪চ্যানের ক্যাপচা এপ-আই পরিবর্তনের ফলে মূল ক্লোভার অ্যাপে এনোনিমাস রিপ্লাই অসম্ভব হয়ে পড়েছিলো। কিন্তু ব্লু ক্লোভার সেই সমস্যা সমাধান করে দেয়। তাছাড়া ব্লু ক্লোভার আরেকটু হাল্কা এবং এতে কিছু আলাদা ফিচার রয়েছে। তবে বাকিসব ক্লোভারের মতই হুবহু। আপনি এতে বেনামীভাবে পোস্ট, ব্রাউজ এবং রিপ্লাই করতে পারবেন এবং ছবি, জিআইএফ এবং ভিডিও জমা রাখতে পারবেন। ব্লু ক্লোভারের থিমগুলি অসাধারন, এবং এটি আমার কাছে সবচাইতে বড় বিষয়। ব্লু ক্লোভার ডাউনলোড করতে পারবেন এখান থেকে

ইনসুলার – আইল্যান্ড ফর্ক

ইনসুলার একটি জনপ্রিয় অ্যাপ আইল্যান্ডের ওপেন-সোর্স ফর্ক এবং ইতিমধ্যে আইল্যান্ড অনেকের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেছে। ইনসুলার ওপেনসোর্স প্রেমীদের জন্যে একটি সেরা কারন এতে কোন গুগল কম্পোনেন্ট এবং ইন্টারনেট কানেক্টিভিটি নেই। অর্থাৎ এটি সম্পূর্ন অফলাইন অ্যাপ। মূলত আইল্যান্ড এর সকল ফিচার এতে পাওয়া যাবে এবং ডেভেলপাররা কথা দিয়েছেন যে এটি আইল্যান্ডের সাথে সাথে আপডেট করা হবে। আপনি ইনসুলারের মাধ্যে যে কোন অ্যাপ আইসোলেটেড ইনস্টলেশন এর মাধ্যমে আপনার সিস্টেম হতে আলাদা করতে পারবেন। ইনসুলারে ইনস্টল করা অ্যাপগুলি ডিভাইস আইডেন্টিফায়ার, এসমএস, কল লগ, সিস্টেম ফাইল এবং ডাটা দেখতে পায় না।

এটি গোপনীয়তা এবং নিরাপত্তার জন্যে ভালো একটি অপশন। ধরুন আপনি ফেসবুক ব্যবহার করেন না, কিন্তু ব্যবসা দেখাশোনার জন্যে আপনার ফেসবুক বিজনেস ম্যানেজারের প্রয়োজন হয়। এইক্ষেত্রে আপনি ইনসুলারের মাধ্যমে ফেসবুক বিজনেস ম্যানেজার ইনস্টল করতে পারেন। ফেসবুক আপনার ফোনে থাকা ব্যক্তিগত তথ্য দেখতে পাবে না, কারন ইনসুলার অ্যাপটিকে আইসোলেটেড করে রাখে। তাছাড়া আপনি প্রয়োজনমত যে কোন সময় ফ্রিজ, আনফ্রিজ, হাইড এবং অ্যাপ ভিত্তিতে ভিপিএন ব্যবহার করতে পারবেন ইনসুলারের মাধ্যমে। চাইলে এফড্রয়েড হতে অ্যাপটি ইনস্টল করতে পারবেন।

টুডোন্ট – আপনার অভ্যাস এর ট্র্যাক

app screenshot

টুডোন্ট একটি অসাধারন অ্যাপ যার নামটা বেশ মজার। টুডোন্ট আপনার অভ্যাসের দিকে নজর রাখতে সাহায্য করে একটি সরল ডু-ডোন্ট লিস্টিং এর মাধ্যমে। টুডুতে মানুষ সেইসব জিনিস তালিকাবদ্ধ করে যেসব তারা করতে চায় না, কিন্তু টুডোন্ট এর আপনি তার উল্টোটা করবেন। অর্থাৎ এমনসব জিনিস তালিকাবদ্ধ করবেন যা আপনি আজ এড়িয়ে চলতে চান। আপনার যদি চিনি-জাতীয় খাবারের প্রতি আকর্ষন থাকে, এবং আপনি সেগুলি পরিহার করতে চান, তবে তা আপনি তালিকায় যোগ করতে পারবেন এবং যখনি আপনি ওই আকর্ষন এড়িয়ে যেতে পারবেন, তা মার্ক করে রাখবেন। টুডোন্ট আপনাকে একটি চার্ট দেখাবে যেখানে আপনি আপনার অভ্যাসের একটি রেকর্ড দেখতে পাবেন।

অ্যাপটি সম্পূর্ন ওপেনসোর্স এবং এটির ইন্টারফেস সুন্দর এবং ব্যবহারবান্ধব। অ্যাপটি চাইলে এফড্রয়েড হতে ইনস্টল করতে পারবেন।

ডিটক্সড্রয়েড – ডিজিটাল স্বাস্থ্য সুরক্ষা

স্মার্টফোনের প্রতি আকর্ষন একটি বড় সমস্যা। এটি আমাদের সময় নষ্ট করে এবং স্বাভাবিক কার্যক্রম ব্যহত করে। তাছাড়াও স্মার্টফোন এর প্রতি নেশা অন্যান্য নেশাও টেনে আনে, যেমন সোশাল মিডিয়া এডিকশন। এর থেকে রক্ষা পাবার জন্যে অ্যান্ড্রয়েডে ডিজিটাল ওয়েলবিইং থাকলেও তা প্রাইভেসি ফ্রেন্ডলি নয় এবং অনেক অ্যান্ড্রয়েড ওএস এ এটি পাওয়া যায় না। তার সমাধান হিসেবে রয়েছে ডিটক্সড্রয়েড। ডিটক্সড্রয়েড বিভীন্ন পদ্ধতিতে স্মার্টফোনের প্রতি আকর্ষন কমাতে সাহায্য করে। এটি ইমেজ গ্রে-স্কেলিং, অটো পজ এবং ইনফিনিট স্ক্রল ব্রেকের মাধ্যমে অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার হতে ব্যবহারকারিকে বিরত রাখে। তাছাড়াও এতে বহু ফিচার রয়েছে যার মাধ্যমে স্মার্টফোন আসক্তি কমানো যায়।

যদিও অ্যাপটি সুন্দর এবং ব্যবহারকারীবান্ধব, এটি ইনস্টল করা একটি কঠিন। এটি ইনস্টল করতে হবে আপনাকে কম্পিউটার প্রয়োজন হবে। প্রথমে এফড্রয়েড হতে অ্যাপটি ইনস্টল করুন, তারপর এই লিংকে গিয়ে ডেভেলপারদের নির্দেশনা অনুসরন করুন। সব ঠিকমত সেটাপ হয়ে গেলে আপনার পছন্দমতো অপশন চালু করে ব্যবহার করুন।

পরিশেষ

আমরা চেষ্টা করেছি কিছু অসাধারন এবং অনন্য ওপেন সোর্স অ্যান্ড্রয়েড আপনাদের জন্যে তালিকাবদ্ধ করতে। এদের মধ্যে সবগুলি অ্যাপই আমার নিজস্বভাবে পরীক্ষা করা। এই তালিকায় ইতিমধ্যে জানা জনপ্রিয় অ্যাপগুলি তালিকাবদ্ধ করা হয়নি, কারন ইতিমধ্যে আপনারা সেসব সম্পর্কে জানেন। আশা এই তালিকায় আপনারা কিছু নতুন প্রিয় অ্যাপ্লিকেশন খুজে পেয়েছেন। সবাইকে ধন্যবাদ পড়ার জন্যে। যে কোন মতামত আমাদের কমেন্ট এর মাধ্যমে জানান।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.