Reading Time: 2 minutes

অ্যাপলের নতুন ম্যাক স্টুডিও কম্পিউটার নিয়ে এখনো আলোচনা চলছে। আর এরই মধ্যেই খবর এসেছে যে অ্যাপল নতুন দুটি ম্যাক মিনি নিয়ে কাজ করছে। প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট ৯টু৫ ম্যাক আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই অ্যাপল নতুন ম্যাক স্টুডিও আনতে যাচ্ছে বলে জানিয়েছিল। এবার নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আইফোন নির্মাতা কোম্পানিটি নতুন দুই ম্যাক মিনিতে দ্বিতীয় প্রজন্মের অ্যাপল সিলিকন চিপ এম২ এবং এম২ প্রো রাখবে। ৯টু৫ ম্যাকের প্রতিবেদন বলছে, নতুন ম্যাক মিনির এম২ চিপ নির্ভর সংস্করণটিকে জে-৪৭৩ (J473) কোডনেইম দিয়ে চিহ্নিত করা হচ্ছে।

এটি এম২ এর কোডনেম স্ট্যাটেন, হালের এ১৫ বায়োনিক চিপের অনুকরণে নকশা করা হয়েছে এর। আর এম১ চিপের এ১৪ বায়োনিক এর অনুকরণে নকশা করা হয়েছিল। ৯টু৫ ম্যাক বলছে যে নতুন পারফর্মেন্স কোরের ছদ্মনাম অ্যাভালানশ এবং এফিশিয়েন্সি কোরের ছদ্মনাম ব্লিজার্ড রাখা হয়েছে। এম১ এর মত এম২ তেও আট কোরের সিপিইউ থাকবে। এর মধ্যে থাকবে চারটি পারফর্মেন্স কোর এবং চারটি এফিশিয়েন্সি কোর। তবে, এম ২ তে আরো শক্তিশালী ১০ কোরের জিপিইউ থাকবে। এম২ নির্ভর ম্যাক মিনির নকশার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং এ বছরের শেষ নাগাদ নতুন ম্যাক মিনির ঘোষণা আসবে বলে ওয়েবসাইটটি জানিয়েছে।

নতুন এম ২ প্রো ম্যাকমিনি নিয়ে নিজস্ব সূত্রের বরাত দিয়ে ৯টু৫ ম্যাক বলছে যে অ্যাপল প্রথমে ম্যাক মিনির বর্তমান সংস্করণেই এম ১ প্রো এবং এম ১ ম্যাক্স জুড়ে দিয়ে ব্যয়বহুল দুটি সংস্করণ বাজারজাত করার পরিকল্পনা ছিল। কিন্তু পরবর্তীতে ম্যাক স্টুডিওর কারণেই পরিকল্পনা বাতিল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অ্যাপল এবার এম২ প্রো চিপবাহী নতুন ম্যাক মিনির পরিকল্পনা হাতে নিয়েছে। কম্পিউটারটিকে জে৪৭৪ (j474) নামে অভ্যন্তরীণভাবে চিহ্নিত করা হচ্ছে। এতে আটটি পারফর্মেন্স কোর ও চারটি এফিশিয়েন্সি কোর নিয়ে ১২ কোরের সিপিইউ থাকবে।

ফেব্রুয়ারি মাসে ব্লুমবার্গ এক প্রতিবেদনে বলেছিল যে অ্যাপল সম্ভবত জুন মাসের ডব্লিউডব্লিউডিসি এ (ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্স) ম্যাক কম্পিউটারের নতুন সংস্করণ দেখাবে। ৯টু৫ ম্যাকের তথ্য সত্যি হলে সম্ভবত উক্ত আয়োজনেই এম২ চিপের নতুন দুই ম্যাক মিনির দেখা পাওয়া যাবে। ৯টু৫ ম্যাক জানিয়েছে যে এখনও ম্যাক মিনিতে এম ২ লাইনের ম্যাক্স বা আল্ট্রা সংস্করণের চিপ ব্যবহারের কোনো পরিকল্পনা নেই। তার আগ পর্যন্ত অ্যাপল সম্ভবত ম্যাক মিনি লাইনআপে ইনটেল চিপ নির্ভর কম্পিউটার রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে সাইটটি মন্তব্য করেছে।

গত বছরে অ্যাপল তাদের নতুন ম্যাকবুক প্রো দেখিয়েছিল। কিন্তু দামের কারনে ল্যাপটপটি ক্রয়ের ব্যাপারে ক্রেতারা তেমন আগ্রহ দেখাননি। ম্যাকবুক প্রো এর দাম তখন গ্রাহকদের সাধ্যের বাইরে ছিল। তবে জানা গেছে যে নতুন ম্যাকবুক প্রো এবার সাশ্রয়ী মূল্যে এসেছে। সেই সাথে তারা জানিয়েছিল এই ম্যাকবুকে এম ২ প্রসেসর থাকছে। মাস খানেক আগে সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে ব্লুমবার্গ জানিয়েছে যে মার্চ মাসেই অ্যাপল তাদের নতুন ইভেন্টের পরিকল্পনা করেছে। বাণিজ্য প্রকাশনাটির সংবাদকর্মী মার্ক গারম্যান বলছেন অ্যাপলের এই ইভেন্টেই সাশ্রয়ী দামের নতুন ম্যাকবুক প্রো উদ্ভোদন করা হবে।

বিজ্ঞাপন (কেন?)

গারম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন স্বল্প দামের ম্যাকবুক প্রো’তে এলসিডি ডিসপ্লে থাকবে। এছাড়াও নয়া ম্যাকবুক এয়ার এর গুজবও শোনা গিয়েছিল। তবে, তাতে মিনিএলইডি ডিসপ্লে থাকতে পারে এমনটাও বলেছে। গারম্যান আশা করছেন যে বিলাসবহুল দামের ম্যাকবুক প্রো’র সঙ্গে এন্ট্রি লেভেল ম্যাকবুক প্রো এর সাথে তুলনা করলে এতে দুর্বল ডিসপ্লে থাকবে, প্রসেসর আর স্টোরেজের বেলায় ও তাই হবে। কোনো টাচবার, প্রোমোশন এবং মিনিএলইডি এতে থাকবে না। এটি এম২ চিপবাহী অনেকগুলো ম্যাকের একটি হবে। যার মধ্যে আছে ২৪ ইঞ্চির আইম্যাক, এন্ট্রি লেভেল ম্যাক মিনি এবং নতুন নকশার ম্যাকবুক এয়ার।

গারম্যানের কথা তুলে ধরে প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫ ম্যাক জানিয়েছে যে এম১ প্রো আর এম১ ম্যাক্স ম্যাকবুকের সঙ্গে নতুন ডিভাইসটির পার্থক্য শুধু দামের বেলায় থাকবে না। সম্ভবত ডিভাইসটিতে অন্যান্য মডেলগুলোর তুলনায় খানিকটা স্বল্প মানের হার্ডওয়্যার থাকবে। এছাড়াও ৯টু৫ ম্যাক বলছে যে অ্যাপল গত দুই বছরে ইনটেল নির্মিত চিপের উপর নির্ভরতা থেকে বেরিয়ে এসে সব ডিভাইসে নিজস্ব ডিজাইনের চিপ ব্যবহারের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে। তারই ফলশ্রুতিতে ২০২২ সালে উন্মোচিত সব ম্যাক ল্যাপটপে অ্যাপলের নিজস্ব চিপেই থাকবে।

গুজব হিসেবে নেয়া হলেও অ্যাপল পরবর্তীতে কথা রেখেছে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.