Old Motherboard
Reading Time: < 1 minutes

চিপ জায়ান্ট ইনটেল আধুনিক সেমিকন্ডাক্টর প্যাকেজিং এবার ইটালির সরকারের সাথে প্ল্যান্ট নির্মাণের জন্য প্রায় নয়শ’ কোটি ডলার মূল্যের বিনিয়োগ নিয়ে আলোচনা চালিয়ে গিয়েছে। ইন্টেল চিপ জায়ান্ট প্রতিষ্ঠানটি আগামী এক দশকে ইউরোপে অত্যাধুনিক উৎপাদনকেন্দ্র তৈরির জন্য প্রায় নয় হাজার কোটি ডলারের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। রয়টার্স পূর্বে এক প্রতিবেদনে জানিয়েছিল যে বিনিয়োগের আকার সাড়ে চারশ’ থেকে নয়শ’ কোটি ডলারের মধ্যে হওয়ার কথা রয়েছে। এবার রয়টার্স জানিয়েছে যে এই চুক্তি সম্পন্ন হলে ওই বিশাল বাজেটের শতকরা ১০ ভাগ ইতালির কাছে যাবে।

ইনটেল বলেছে যে তাদের প্রতিষ্ঠানটি একাধিক ইইউ দেশে কর্তৃপক্ষের সঙ্গে বিনিয়োগ নিয়ে আলোচনা করছে। তবে এই চিপ জায়ান্ট ইতালীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বিষয়ে আলাদা করে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। ইন্টেল ইইউ এর ডিজিটাল কর্মপরিকল্পনা এবং ২০৩০ নাগাদ সেমিকন্ডাক্টর লক্ষ্যমাত্রার বিভিন্ন সম্ভাবনা নিয়ে অসম্ভব উৎসাহিত। যদিও বর্তমান আলোচনাটি চলমান এবং গোপনীয়, ইন্টেল জানায় যে যতো দ্রুত সম্ভব তারা একটি ঘোষণা দেবে। ইনটেলের পরিকল্পনার অংশ পাওয়ার আশায় ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম অর্থনীতি জার্মানি এগিয়ে আছে।

অক্টোবরের দিকে এই আশায় ফ্রান্সও রয়েছে বলে আভাস পাওয়া যায়। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে রয়টার্স বলছে যে ইনটেল এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সরকার ১০ বছরে নয় বিলিয়ন ডলারের বিনিয়োগ প্যাকেজ নিয়ে আলোচনা করছে। নির্মাণকাজ শুরু হওয়ার সময় থেকে বিনিয়োগের ১০ বছরের মেয়াদ শুরু হবে। ইতালি সরকার এ বিষয়ে সবরকম খুঁটিনাটিসহ এক পূর্ণাঙ্গ প্রস্তাবনা চাইছে, আর সেটি স্বাক্ষরের পরই কারখানার জন্য একটি জায়গা ঠিক করা হবে। কোভিড-১৯ মহামারীর ফলে বাড়ি-থেকে-কাজ চলায় স্মার্টফোন এবং কম্পিউটারের মতো ভোক্তা ইলেকট্রনিক্সের বিশাল চাহিদার ফলে মাইক্রোচিপ উৎপাদনের উপর চাপ পড়েছে।

ইউরোপে চাকরির বাজার এখনও অটোমোবাইল উৎপাদনের মতো শিল্পের উপর নির্ভরশীল। সাম্প্রতিক সরবরাহ চেইন সঙ্কটের ফলে দেশগুলো সেমিকন্ডাক্টরের জন্য চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমিয়ে আনতে চাইছে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.