Reading Time: < 1 minutes

পূর্ব ইউক্রেন অঞ্চলের দেশটির রাশিয়াপন্থী সমর্থকরা গুগল সার্চ ইঞ্জিনে প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে। স্বঘোষিত দনেস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এর প্রধান দেনিস পুশিলিন নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বার্তায় গুগলের বিরুদ্ধে রাশিয়া বিরোধী সহিংসতা প্রচারের অভিযোগ তোলেন। এই সার্চ ইঞ্জিনকে ‘গুজব’ হিসেবে আখ্যা দিয়েছেন ইউক্রেনে থাকা রাশিয়াপন্থী সমর্থক দলের প্রধান নেতা। পাশাপাশি তিনি মার্কিন সরকার নিযুক্ত লোকদেরও এই প্রচারণার জন্য দায়ী করেন।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর পর থেকেই একের পর এক সহিংসতা চলছে রাশিয়া-ইউক্রেনের মধ্যে, সাইবার আক্রমণ সহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ডিডস হামলা তো চলছেই। পশ্চিমা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে রাশিয়া বিরোধী গুজব প্রচার এবং একতরফা অবস্থান নেওয়ার অভিযোগ জানিয়ে এসেছে রাশিয়া ও তাদের সমর্থকরা। মার্চে মেটাকে চরমপন্থী কার্যক্রম পরিচালনার’ অভিযোগে দোষী সাব্যস্ত করে নিজ দেশে ফেসবুক ও ইনস্টাগ্রাম নিষিদ্ধ করেছে রাশিয়া।

এরই মধ্যে মস্কো ও ফেসবুক প্ল্যাটফর্মে রাশিয়ার গণমাধ্যমের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে। রাশিয়ার এই আইন সমর্থন করে যুক্তরাষ্ট্র ভিত্তিক সামাজিক নেটওয়ার্ক ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশাধিকার বন্ধ করেছে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ডিপিআর এবং এলপিআর (লুহানস্ক পিপলস রিপাবলিক)। গুগল প্রসঙ্গে পুলিশিন বলেন যে গুগল যদি তাদের অপরাধমূলক নীতি থেকে সরে মূলধারার আইন এবং নৈতিকতা বোধে ফিরে যায়, তবে তাদের কাজে কোন বাধা তৈরি হবে না। এই দাবির পক্ষে অবশ্য কোনো প্রমাণ দেননি পুশিলিন।

এই প্রসঙ্গে রয়টার্স গুগলের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো উত্তর পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.