Reading Time: 2 minutes

২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে প্রায় এক হাজার ছয়শ কোটি ডলার মুনাফা করেছে অ্যালফাবেট, যা গত বছরের একই সময়ে করা এক হাজার আটশ ৫০ কোটি ডলার আয় থেকে আড়াইশ কোটি ডলার কমে গেছে। আগের বছরের তুলনায় বেশি অর্থ আয় করলেও টানা দ্বিতীয়বার মুনাফার আকার কমেছে গুগলের মালিক প্রতিষ্ঠান অ্যালফাবেটের। ২৬শে জুলাই মঙ্গলবার কোম্পানিটি নিজেদের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত প্রান্তিকের মতো এই প্রান্তিকেও মুনাফা কমার পেছনে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ভূমিকা রয়েছে।

অথচ উক্ত কোম্পানি ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এই প্রান্তিকে বেশি আয় করেছে। গুগল কীভাব অর্থ উপার্জন করছে, ওই বিষয়টি ভেঙে বললে আগের বছরের মতোই ফলাফল পাওয়া যাবে। ‘গুগল সার্চ অ্যান্ড আদার’ এর বিজ্ঞাপনগুলো এখনও গুগলের একমাত্র আয়ের উৎস, কারণ এই খাত থেকে চার হাজার কোটি ডলারের বেশি অর্থ আয় করেছে কোম্পানিটি। গুগলের ক্রাউড ব্যবসা থেকে ছয়শ ২০ কোটি ডলার আয় হয়েছে । তবে, সামগ্রিকভাবে প্রায় ৮৫ কোটি ৮০ লাখ ডলার লোকসান হয়েছে অ্যালফাবেট মালিকানাধীন প্রতিষ্ঠানটির।

প্রযুক্তিভিত্তিক সাইট ভার্জ বলছে, এর মাত্র সপ্তাহ পর কর্মীদেরকে দুই সপ্তাহের জন্য নতুন নিয়োগ স্থগিত রাখার কথা জানিয়েছে কোম্পানিটি। গুগল ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিক শেষ করেছিল এক লাখ ৪৪ হাজার ৫৬ জন কর্মী নিয়ে। তবে, ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে ওই সংখ্যা ফুলে ফেপে বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৭৪ হাজার ১৪ জনে। তাদের ভাষ্যমতে, এই সময়ে তারা কর্মী পর্যালোচনা করবে। আর্থিক প্রতিবেদন থেকে এই সব পদক্ষেপের কিছুটা আংশিক ব্যাখ্যা মিলেছে।

এ ছাড়া, ইউটিউব বিজ্ঞাপন থেকে কোম্পানিটি আয় করেছে প্রায় সাতশ ৩০ কোটি ডলার। এই প্রান্তিকে সর্বমোট প্রায় ছয় হাজার নয়শ ৭০ কোটি ডলার আয় করেছে কোম্পানিটি, যা গত বছরে আয় করা ছয় হাজার একশ ৯০ কোটি ডলারের চেয়ে সাতশ ৮০ কোটি ডলার বেড়েছে। অন্যদিকে, গবেষণা, উন্নয়ন, বিক্রয় ও বিপণন খাতে ২০২১ সালের তুলনায় এই বছর তিনশ কোটি ডলার বেশি খরচ করছে গুগল। কোম্পানির জন্য সামনের দিনগুলো কঠিন হতে যাচ্ছে, জুন মাসে কর্মীদের এমন সতর্কবার্তা দিয়েছে গুগল।

গুগল সিইও সুন্দার পিচাই জুলাইয়ের শুরুতে কোম্পানিটি অর্থনৈতিক মন্দার বাইরে নয় বলে কর্মীদের একটি সতর্কতামূলক মেমো পাঠিয়েছেন। তিনি আরো বলেন কোম্পানিকে আরও উদ্যোক্তা কেন্দ্রিক হতে হবে, আগের চেয়ে বেশি জরুরী ভিত্তিতে কাজ করতে হবে, তীক্ষ্ণ মনযোগ দিতে হবে ও আমাদের সোনালী দিনের চেয়েও বেশি কাজের ক্ষুধা দেখাতে হবে। মার্কিন সংবাদ সাইট ভ্যারাইটি এর প্রতিবেদন বলছে, দুই বছরেরও বেশি সময় পর গুগল ভিডিও প্ল্যাটফর্মটিতে এই ধরনের ধীরগতির আয় বৃদ্ধি দেখেছে।

তবে গুগলের ২০২১ সালের তুলনায় প্রতিটি খাত থেকেই আয় বেড়েছে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.