Reading Time: < 1 minutes

চীন-ভিত্তিক অনলাইন বাজার পিনডুওডুও, বাইডু ওয়াংপান, টাওবাও এবং ডিএইচগেট এর সাথে এবার চীনের টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড এবং আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডের ই-কমার্স সাইটগুলোর নাম মার্কিন সরকারের সর্বশেষ কুখ্যাত বাজার তালিকায় যোগ হয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধির অফিস বলছে যে এই প্রথমবারের মতো দুটি উল্লেখযোগ্য চীন-ভিত্তিক অনলাইন বাজার, আলি এক্সপ্রেস এবং উই চ্যাট ই-কমার্স সিস্টেমকে তালিকাভুক্ত করা হলো যারা ট্রেডমার্ক জালিয়াতিতে যথেষ্ট সহায়তা দেয়।

সেখানে উল্লেখ করা হয় যে তারা ৪২টি অনলাইন বাজার এবং ৩৫টি অফলাইন বাজার চিহ্নিত করেছেন যেগুলো ট্রেডমার্ক জালিয়াতি বা কপিরাইট পাইরেসির সঙ্গে সরাসরি জড়িত বা এই ধরনের কাজগুলিতে সহায়তা প্রদান করে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে যে চীনে অবস্থিত নয়টি অফলাইন বাজারের কথাও মার্কিন বাণিজ্য প্রতিনিধির অফিস উল্লেখ করেছে যেগুলো নকল পণ্য উৎপাদন, বিতরণ এবং বিক্রয়ের জন্য জনপ্রিয়। রয়টার্স জানায় যে এই তালিকায় অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোকে সরাসরি কোন জরিমানা বা দণ্ডের মুখে ফেলবে না।

তবে এটি প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে কোন অংশে কম নয়। আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন এবং সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর শীর্ষ সংগঠন মোশন পিকচার অ্যাসোসিয়েশন এই প্রতিবেদন প্রকাশকে স্বাগত জানিয়েছে। এদিকে টেনসেন্ট বলছে যে প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্তের সঙ্গে একেবারেই একমত নয়। তবে প্রতিষ্ঠানটি এই বিষয়টি সমাধানের জন্য সহযোগিতার সঙ্গে কাজ করার আশা দিয়েছেন। টেনসেন্ট তার প্ল্যাটফর্মজুড়ে আইন লঙ্ঘনের বিষয়ে নজর রাখে, তারা এসব কাজে বাধা দেয় বলে দাবি করেছে।

প্রতিষ্ঠানটি বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকার রক্ষায় উল্লেখযোগ্য বিনিয়োগ করার কথাও বলেছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধির অফিস বাণিজ্য বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে কাজ করে। এই দপ্তর বিশ্ব বাণিজ্য সংস্থার মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে মার্কিন সরকারের প্রতিনিধিত্ব করে। এই তালিকাভূক্তর পরপরই আলিবাবা বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সুরক্ষায় নিজের পুরো প্ল্যাটফর্মে সরকারী সংস্থার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.