A pile of Bitcoin coins.
Photo by Kanchanara on Unsplash
Reading Time: < 1 minutes

আবারও বিটকয়েনের মূল্য ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। গত নভেম্বর মাসে প্রতি বিটকয়েনের মূল্য ৬৯ হাজার ডলারে ছিল। এই বছরে মাত্র একদিনের ব্যবধানে বিটকয়েনের মূল্য শতকরা চার ভাগ কমে গিয়ে ৩০ হাজার ডলারে পৌছে গিয়েছে। রয়টার্স জানায় যে গত শুক্রবার হঠাৎ মূল্যপতনে ৩৪ হাজারে ডলারে নামার আগে এটি ৩৫ হাজার ৪৯ ডলারে ছিল। বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে প্রচলিত এই ক্রিপ্টোকারেন্সির মূল্য এখন দুই মাস আগের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। গত শুক্রবার শেয়ার বাজারে পতনের ঢেউ এসে বাণিজ্যের বাজারে অন্যান্য ঝুঁকিও এসেছে।

এরই মধ্যে এসএন্ডপি ৫০০ এবং গত বছরের মার্চ মাসে ন্যাসড্যাক মহামারী শুরু হওয়ার পর সবচেয়ে বড় পতনের মুখোমুখি হয়েছে। ওএএনডিএ-এর আমেরিকা চ্যাপ্টারের সিনিয়র বাজার বিশ্লেষক এডওয়ার্ড মোয়া গত শুক্রবার এক গবেষণা নোটে বলেন যে শেয়ারবাজারে ভয়াবহ পতনের পর ক্রিপ্টো ব্যবসায়ীরা ঝুঁকি নিতে না চাওয়ার ফলে বিটকয়েনের মূল্যও হ্রাস পেয়েছে। তিনি আরো বলেন যে বিটকয়েন বিপদসীমার মধ্যে রয়েছে এবং যদি এই মূল্য ৩৭ হাজার ডলার পর্যন্ত পৌছায় তবে এটি ৩০ হাজার ডলারে যেতে বেশি সময় নেবে না। ইথেরিয়াম ব্লকচেইন নেটওয়ার্কের মুদ্রা ইথারের দামও শনিবার ৬.৭ শতাংশ কমে দুই হাজার তিনশ’ ৯৬ ডলারে গিয়ে পৌঁছেছে।

রয়টার্সের প্রতিবেদনে একদিকে মার্কিন ফেডারেল রিজার্ভ থেকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা অপরদিকে মুদ্রাস্ফীতির আশঙ্কায় বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার প্রবণতা হ্রাস পাওয়ায় মুদ্রাটির বাজার মূল্যের বড় আকারে ধ্বস খেয়েছে বলে উঠে এসেছে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.