Reading Time: < 1 minutes

আইফোন ১৪ সিরিজের নতুন স্মার্টফোন উন্মোচন করা হয়েছে সাত সেপ্টেম্বর। কিন্তু এরই মধ্যে দুঃসংবাদ পেল অ্যাপল।

চার্জার অন্তর্ভুক্ত নয় এমন আইফোন বিক্রি নিষিদ্ধ করেছে ব্রাজিলের মিনিস্টিরিও দা জাস্টিকা বা বিচার মন্ত্রণালয়। যথাযথ পদক্ষেপ গ্রহণ করা ছাড়া আইফোন বিক্রি করা হলে অ্যাপলকে প্রতিদিন ১২ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল বা ২৩ লাখ ডলার জরিমানা গুনতে হবে। বাজারে বৈষম্যমূলক পদ্ধতি চালুর অভিযোগ আনার পর দেশটির কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি মানতে না পেরে আদালতের দ্বারস্থ হতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

ব্রাজিলের বিচার মন্ত্রণালয় বক্তব্য, অসম্পূর্ণ পণ্য দিয়ে গ্রাহকদের সাথে তামাশা করছে অ্যাপল

অ্যাপল বলছে, আমরা ব্রাজিলে একই ধরনের অনেকগুলো মামলা জিতেছি। এছাড়া আমরা নিশ্চিত যে, আমাদের গ্রাহক চার্জিং ও ডিভাইস কানেকশনের বিভিন্ন উপায় সম্পর্কে ভালো করেই জানে।

আগেও চার্জার ছাড়া মোবাইল বিক্রির জন্য ব্রাজিলে জরিমানার মুখে পড়েছিল অ্যাপল। আইফোন ১২ সিরিজের জন্য সে সময় অ্যাপলকে ১৯ লাখ ডলার জরিমানা গুনতে হয়েছিল। পরে ব্রাজিলের একটি অঙ্গরাজ্যে আইফোনের সাথে চার্জার যুক্ত করতে হয়েছিল।

এখন, অ্যাপল যদি তাদের আইফোন বিক্রি বন্ধ করে দেয় অথবা চার্জারসহ স্মার্টফোন বিক্রি করে, তাহলে এই জরিমানা থেকে মুক্তি পাওয়া যাবে।

নতুন আইফোন ১৪ উন্মোচনের ঠিক একদিন আগে এই নিষেধাজ্ঞার মুখে পড়ে অ্যাপল ।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.