Reading Time: < 1 minutes

সম্প্রতি আলিবাবা সংশ্লিষ্ট কোম্পানিটি জ্যাক মা এর সঙ্গে বিভিন্ন চুক্তি মিটিয়ে ফেলার ঘোষণা দিয়েছে। ফলে, অ্যান্ট গ্রুপের কর্পোরেট গভর্নেন্স কাঠামোতে তার প্রভাবশালী অবস্থান আর থাকবে না বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম আলিপে এর মালিক কোম্পানি ফিনটেক জায়ান্ট অ্যান্ট গ্রুপের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন আলিবাবার সিইও জ্যাক মা। রয়টার্সের অনুমান বলছে, সপ্তাহের শেষে ঘোষিত এইসব পরিবর্তন বাস্তবায়িত হলেই, অ্যান্ট গ্রুপের সর্বমোট শেয়ারের ছয় দশমিক দুই শতাংশ মালিকানা থাকবে জ্যাক মা এর কাছে।

২০২০ সালে, অ্যান্ট গ্রুপ নতুন শেয়ার ছাড়ার ঘোষণা দেওয়ার কিছু সময় আগে সাংহাইয়ে দেওয়া এক বক্তব্যে চীনের ব্যাংকগুলোকে রাষ্ট্রীয় মালিকানাধীন দোকান হিসেবে আখ্যা দেওয়ায় দেশটির কর্তৃপক্ষের রোষাণলে পড়েন মা। সে সময়, কোম্পানিটি নতুন শেয়ার থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি ডলার তোলার পরিকল্পনা করেছিল। এর পরপরই চীন সরকার আইপিও ব্লক করার পাশাপাশি অ্যান্ট গ্রুপকে নিজেদের ব্যবসায়িক কার্যক্রম কমানোর নির্দেশ দিয়েছিল।

আর কোম্পানিকে নিজেদের পুরোনো লেনদেন পরিষেবা হিসেবে ফেরার নির্দেশও দিয়েছিল দেশটি। এর এক বছর পর, জ্যাক মার আরেক কোম্পানি আলিবাবা গ্রুপের বিরুদ্ধে তদন্ত চালিয়ে একচেটিয়া ব্যবসায়িক অনুশীলন চালানোর অভিযোগ আনে দেশটির নিয়ন্ত্রকরা। আর তারা কোম্পানির ওপর দুইশ ৮০ কোটি ডলারের জরিমানাও চাপিয়ে দেয়। এর পর থেকেই জনসাধারণের দৃষ্টি এড়িয়ে চলছেন জ্যাক মা। এর আগে অ্যান্ট গ্রুপের মোট ভোটাধিকারের অর্ধেকরও বেশি এই তারই দখলে ছিল।

তবে, তিনি কোম্পানির পরিচালনা পর্ষদের দৈনিক কার্যক্রমে অংশ নিতেন না। বেশ কিছু সংখ্যক বিনিয়োগ কাঠামোর সহায়তায় ফিনটেক জায়ান্ট অ্যান্ট গ্রুপের সাড়ে ৫০ শতাংশ মালিকানা ছিল জ্যাক মা এর দখলে। অ্যান্টগ্রুপ বলেছে, জ্যাক মা ও অন্যান্য নয়টি কোম্পানির নির্বাহী ও কর্মচারীদের ভোটাধিকার থাকবে, যেটি তারা অন্যদের প্রভাবমুক্ত থেকে ব্যবহার করতে রাজি হয়েছেন।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.