Reading Time: 4 minutes

জনপ্রিয় মেসেজিং সেবা টেলিগ্রামের সবর্শেষ আপডেটে মিডিয়া ব্লার টুলসহ আরো নতুন কিছু ফিচার যোগ হয়েছে। নিজস্ব মিডিয়া এডিটর আকর্ষণীয়ভাবে সাজানোর পাশাপাশি ব্যবহারকারীর ছবি ও ভিডিওর বিভিন্ন অংশ সাজানোর বা লুকানোর বেশ কিছু সংখ্যক নতুন টুলসহ জিরো স্টোরেজ সুবিধা, নতুন ড্রইং টুলস, কন্টাক্টলিস্টে থাকা ব্যবহারকারীদের প্রোফাইল প্রদর্শন ও আরো কিছু নতুন চমৎকার ফিচার যুক্ত হয়েছে।

লুকানো মিডিয়া

“স্পয়লার ফরমেটিং” টুল ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীগণ টেলিগ্রাম মেসেজে যেকোন টেক্সট লুকাতে পারেন। তবে বর্তমানে ব্যবহারকারীগণ এর মাধ্যমে ছবি কিংবা ভিডিওগুলো হাইড করতে পারবেন। প্রাপককে তৎক্ষণাৎ ছবি না দেখাতে ব্যবহারকারী এখন একটি স্পয়লার ইফেক্ট বসাতে পারবেন। ছবি বা ভিডিওতে বাড়তি লেয়ার যোগ করে এটি। ফলে, প্রাপক এতে প্রেস করার আগ পর্যন্ত ছবি লুকায়িত অবস্থাতেই থাকে।

জিরো স্টোরেজ সুবিধা

এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী টেলিগ্রামেই স্টোরেজ সুবিধা পাচ্ছেন। ফোনে থাকা ভিডিও বা ছবি সরিয়ে টেলিগ্রামে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং টেলিগ্রাম ক্লাউড থেকে প্রয়োজনে যেকোন সময়ে তা ডাউনলোড করতে পারবেন। এটির মাধ্যমে ব্যবহারকারীগণ দীর্ঘ সময় ধরে একটি সর্বাধিক ক্যাশ আকার সেট করে নিতে পারেন বা নির্দিষ্ট সময়ের পরে অব্যবহৃত আইটেমগুলি স্বয়ংক্রিয়ভাবে সরাতে পারেন৷ এই আপডেটের মাধ্যমে ব্যক্তিগত চ্যাট, গ্রুপ এবং চ্যানেলগুলি থেকে ক্যাশে করা মিডিয়ার জন্য পৃথক স্বয়ংক্রিয়ভাবে অপসারণ সেটিংস যোগ করতে পারেন।

“পাই চার্ট” নামক নতুন ফিচারটি ব্যবহারকারীর স্টোরেজে মিডিয়া কতটুকু জায়গা নিয়েছে তা প্রদর্শন করতে সহায়তা করে এবং মিডিয়া, ফাইল ও মিউজিক এর ডেডিকেটেড ট্যাবগুলো অল্প কিছু ট্যাপের মাধ্যমে বড় আকারের আইটেমগুলো ক্লিয়ার করে স্টোরেজে জায়গা করে দেয়।

নতুন ড্রইং এবং টেক্সট টুলসমূহ

টেলিগ্রাম ইতিমধ্যে শক্তিশালী মিডিয়া এডিটর সম্পূর্ণরূপে পুনরায় ডিজাইন করেছে। ড্রইং টুলগুলি অঙ্কন গতির উপর ভিত্তি করে ব্যবহারকারীগণ এর প্রস্থ পরিবর্তন করতে পারবেন এবং এটি লাইনগুলি স্বয়ংক্রিয়ভাবে স্মুথ করে। সংবেদনশীল ডেটা বা ফাইল হাইড করতে এতে রয়েছে “ব্লার টুল” এবং রং বাছাইয়ের জন্য রয়েছে ৫টি অতিসূক্ষ্ম উপায় “আইড্রপার” টুলসহ। ফটো বা ভিডিওতে টেক্সট যোগ করার সময় এখন এর আকার, ফন্ট এবং ব্যাকগ্রাউন্ড পছন্দমত পরিবর্তন করতে পারেন।

টেক্সট এবং কাস্টম অ্যানিমেটেড ইমোজি যোগ করা ইমেজ সব ব্যবহারকারীর জন্য উপলব্ধ। অর্থাৎ, ব্যবহারকারীর টেলিগ্রাম প্রিমিয়াম সাবস্ক্রিপশন না থাকলেও সুবিধাটি পাচ্ছেন।

ব্যবহারকারীর কন্টাক্টলিস্টের ব্যবহারকারীদের জন্য প্রোফাইল

ব্যবহারকারীগণ যদি তার কন্টাক্টলিস্টে থাকা কিছু নির্দিষ্ট ইউজারদের তার ছবি দেখাতে চান সেক্ষেত্রে তিনি অন্য সবার জন্য একটি ভিন্ন পাবলিক প্রোফাইল সেট করে নিতে পারেন। এই আপডেটটি আপনার প্রোফাইলের গোপনীয়তা বজায় রাখতে সহায়তা করবে। এছাড়াও আপনি চাইলে “Nobody” সেট করে আপনার কন্টাক্টলিস্ট কিংবা লিস্টের বাইরে থাকা সবার থেকে আপনার প্রোফাইলটি গোপন রাখতে পারবেন। অথবা পরিবর্তে কিছু ব্যবহারকারী বা গ্রুপ লিস্টে যোগ করতে পারবেন।

বিজ্ঞাপন (কেন?)

গ্রুপের সদস্যদের হাইড করা

বর্তমানে এই ফিচারটির মাধ্যমে ১০০ জনের উপরে থাকা গ্রুপের সদস্যদের হাইড করা যাবে। যদি সেখানে গ্রুপের কোন সদস্য মেসেজ না পাঠায় তবে শুধুমাত্র গ্রুপের এডমিন দেখতে পারবেন সেখানে কারা উপস্থিত ছিল। আক্রমনাত্মক অ্যান্টি-স্প্যাম সেটিং এর মতো টুলগুলি বড় আকারের চ্যাটিং গ্রুপের অ্যাডমিনদের গ্রুপগুলি পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। এছাড়াও কিছু গ্রুপ তাদের সদস্যদের অবাঞ্ছিত ব্যক্তিগত বার্তা থেকে রক্ষা পেতে টুলটি ব্যবহার করা যাবে।

অ্যান্ড্রয়েডের জন্য নতুন অ্যানিমেটেড ইমোজি

টেলিগ্রামে নতুন কিছু আকর্ষণীয় এবং স্থুথ অ্যানিমেশন যোগ হয়েছে সাথে প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য নতুন ১০টি প্যাকে নতুন অ্যানিমেটেড ইমোজিও পাওয়া যাচ্ছে।

এছাড়াও রয়েছে ইন্টার‍্যাক্টিভ ইমোজি।

যেকোন আকারের গ্রুপের বিষয়বস্তু

বিষয়বস্তু বা টপিক্স এখন আকার নির্বিশেষে সমস্ত গ্রুপের জন্য পাওয়া যাচ্ছে। এটি আলোচনা সংগঠিত করার জন্য সবাইকে একটি নতুন উপায় প্রদান করে৷

উপসংহার

চমৎকার এবং সুবিধাজনক ফিচারের জন্য বর্তমানে টেলিগ্রাম সেরা মেসেজিং প্লাটফর্ম এর তালিকায়। উক্ত ফিচারগুলি টেলিগ্রামের সর্বশেষ আপডেট। ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার্থে টেলিগ্রামে দেয়া ছবি মিডিয়া ব্লার টুল এবং প্রোফাইল প্রাইভেসি সবচেয়ে উপযোগী ফিচার। অনাকাঙ্ক্ষিত ছবি বা ভিডিও প্রদর্শন রক্ষার্থে স্পয়লার ফরমেটিং টুল বেশ গুরুত্বপূর্ণ টুল। জিরো স্টোরেজ সুবিধা ও ব্যবহারকারীর প্রোফাইলের গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেন গোপন রাখতে পারে সেক্ষেত্রে টেলিগ্রামের এই ফিচারগুলো একটি চমৎকার পদক্ষেপ।

এছাড়াও গ্রুপের সদস্য হাইড, মেসেজিং আরো মজাদার হিসেবে উপভোগ করতে নতুন অ্যানিমেশন ও অ্যানিমেটেড ইমোজি আরেকটি দারুণ পদক্ষেপ। প্রিমিয়াম ভার্সন সাবস্ক্রাইবার কিংবা এর বাইরে থাকা ব্যবহারকারী উভয়ের জন্যেই থাকছে এর মধ্যে থাকা বেশ কিছু ফিচার। 

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.