Reading Time: 2 minutes

মহাকাশে আবর্তনরত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে গত রোববার পৃথিবীর উদ্দেশে যাত্রা শুরুর কথা চলছিল চার নভোচারীর। তবে নভোযানের শৌচাগার হঠাৎ অকেজো হওয়ার কারনে তাদের বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। তাই সমাধান হিসেবে প্রায় ২০ ঘণ্টার যাত্রায় মূল পোশাকের নিচে কতগুলো ডায়াপার পরে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়। নাসার একজন নভোচারী মেগান ম্যাকআর্থার মহাকাশ স্টেশন থেকে এক সংবাদ সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন যে মহাকাশ ভ্রমণ অনেক ছোট ছোট চ্যালেঞ্জে পূর্ণ। তিনি এই পরিস্থিতিকে গত শুক্রবার এতটাও ভালো নয় তবে চালিয়ে নেওয়ার মতো বলে উল্লেখ করেন। মেগান আরো বলেন এই পরিস্থিতি আপাতত তাদের মোকাবিলা করতে হবে এবং চালিয়ে নিতে হবে। তাই এটা নিয়ে এত চিন্তিত হবার কারন নেই।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয় যে অভিযানের ব্যবস্থাপক বেশ কয়েক দফা মিটিং শেষে মেগান এবং বাকি তিন নভোচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। এরপর তাঁদের স্থলাভিষিক্ত করতে আরেক দল নভোচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানোর ব্যাপারে জানানো হয়। কোনো এক নভোচারীর চিকিৎসাসংক্রান্ত কারণে অভিযান স্থগিত রাখা হলেও এ ব্যাপারে নাসা বিস্তারিত কিছু জানায়নি। এরই মধ্যে পরবর্তী সেই অভিযান নির্ধারিত সময়ের চেয়ে সপ্তাহখানেকের বেশি পেছানো হয়। মেগানের সঙ্গে ফরাসি নভোচারী টমাস পেসকে পৃথিবীতে ফিরবেন বলে জানা গেছে। তিনি বলেন যে গত ছয় মাস এখানে বেশ রোমাঞ্চকর ছিল। স্টেশনের বিদ্যুতের গ্রিড উন্নয়নের জন্য নভোচারীরা বেশ কয়েকটি স্পেসওয়াকে  অংশ নেন। আইএসএস অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো কোনো বেসামরিক রুশ চলচ্চিত্র তারকাকে অতিথি করে আনা হয়েছিল।

আইএসএসে যুক্ত হওয়া রুশ নভোযানের অনিচ্ছাকৃত থ্রাস্টে ক্ষণিকের জন্য স্টেশন ঘুরতে শুরু করেছিল। এর সঙ্গে শৌচাগারের ত্রুটির কথা শোনা যায়। ছিদ্র থাকার কারনে নভোচারীদের মূত্র চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল। গত সেপ্টেম্বরে বিশ্বে এই প্রথম এমন সমস্যা হয় এবং এই সমস্যার ব্যাপারে কেউই অবগত ছিলেন না। বেসামরিক যাত্রী নিয়ে স্পেসএক্সের নভোযান মহাকাশে যাওয়ার পরে একটি টিউব খুলে যায়, এরপর ফ্লোরবোর্ডের (নভোযানের মেঝে বা ফ্লোরে) নিচে মূত্র ছড়িয়ে পড়তে শুরু করে। পৃথিবী থেকে উড্ডয়নের অপেক্ষায় থাকা ক্যাপসুলটির ত্রুটি সারানোর পর ও মহাকাশ স্টেশন থেকে ফিরে আসা যাত্রার অপেক্ষায় থাকা নভোযানটির শৌচাগার পরবর্তীতে ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করা হয়। তবে প্রকৌশলীরা জানান যে ছড়িয়ে পড়া মূত্রের কারনে ক্যাপসুলের অন্যান্য অংশের কোন ক্ষয় ক্ষতি হয়নি।

অর্থাৎ তাতে চড়ে পুনরায় যাত্রা শুরু করা নিরাপদ বলে ঘোষণা করেন। নভোচারীদের এখন মূল পোশাকের নিচে তরল শুষে নিতে পারার মতো অতিরিক্ত ডায়াপার পরতে হবে। মেগান ম্যাকআর্থার এবং টমাস পেসকের সঙ্গে একই অভিযানে পৃথিবীতে আরো দুজন নভোচারী আসার কথা হয়েছিল। তারা হচ্ছেন শেন কিমব্রো এবং জাপানি নভোচারী আকিহিকো হোশিদে। গত ২৩ এপ্রিল এই চার নভোচারীকে স্পেসএক্স নামক এক নভোযানে আইএসএসে পাঠানো হয়। তাঁদের বহনকারী ক্যাপসুলটি মহাকাশে সর্বোচ্চ ২১০ দিন রাখার জন্য সনদপ্রাপ্ত করা হয়। যদি ৭ই নভেম্বর রোববার নির্ধারিত সময়ে যাত্রা শুরু করা হয় মহাকাশে তাঁদের টানা ১৯৯ দিন থাকা হবে বলে জানা গেছে। সেখান থেকে যত দ্রুত সম্ভব তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিচ্ছিল নাসা।

বাংলাদেশ সময় রোববার রাত ১১টা ৪ মিনিটে নভোচারীদের বহনকারী ক্যাপসুল আইএসএস থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা হয়েছিল। আসা করা হচ্ছে এবারের যাত্রাটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। নাসার তথ্য অনুযায়ী আজ সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার আগে তাঁরা পৃথিবীতে অবতরন করতে পারবেন না। 

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.