Reading Time: < 1 minutes

বৃহস্পতিবার ঘোষিত আইসিএএনএন-এর নতুন বোর্ডে শীর্ষ তিনজন পরিচালকের মধ্যে সাজিদ রহমান অন্যতম। বিশ্বজুড়ে ইন্টারনেটের শীর্ষ প্রশাসক ও সমন্ময়ক সংস্থা ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেইমস অ্যান্ড নাম্বার্স বা আইসিএএনএন এর বোর্ড অফ গভর্নর্স-এর সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি প্রযুক্তি উদ্যোক্তা সাজিদ রহমান। এ ছাড়াও বিশেষায়িত আরও চারটি বিভাগের পাঁচ জনের নাম ঘোষণা করেছে সংস্থাটি। শুক্রবার সাজিদ ফেসবুক পোস্টে প্রথম এই অর্জনের খবর জানান।

আদমজী ক্যান্টনমেন্ট স্কুল ও নটর ডেম কলেজের ছাত্র সাজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিষয়ে পড়াশোনা করেছেন। এরপর তিনি লন্ডন বিসনেস স্কুলে সিনিয়র লিডারশিপ প্রোগ্রামে যুক্ত হন। ব্যাংকিং সেক্টরে কর্মজীবন শুরু করা সাজিদ রহমান ক্ষেত্র পাল্টে যোগ দেন তথ্যপ্রযুক্তিতে। বাংলাদেশে টেলিনর হেলথের হাত ধরে তার নতুন যাত্রা শুরু হয়। এরপর তিনি তথ্যপ্রযুক্তি ভিত্তিক সম্ভাবনাময় নতুন উদ্যোগে সহায়তার লক্ষে শুরু করেন মাইএশিয়াভিসি নামে বিনিয়োগ প্রতিষ্ঠান।

এতে তার সঙ্গে ভারতীয় প্রযুক্তি উদ্যোক্তা প্রিতেশ গুপ্তা ও বাংলাদেশে পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা হুসাইন ইলিয়াস রয়েছেন। তিনি বলেন আইসিএএনএন‎‎ বোর্ডে যোগ দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। আইসিএএনএন দলের অংশ হিসাবে একটি স্থিতিশীল, নিরাপদ এবং বিশ্বব্যাপী ইন্টারনেটে অবদান রাখার জন্য এটি একটি রোমাঞ্চকর সুযোগ।‎ ২০২২ সালে আইসিএএনএন-এর বোর্ডের জন্য মোট ৮৫টি প্রস্তাব জমা পড়ার কথা জানিয়েছে সংস্থাটি।

এর মধ্যে ১৫ শতাংশ আফ্রিকা থেকে, ২৭ শতাংশ এশিয়া, অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, এক চতুর্থাংশ ইউরোপ ও ১৩ শতাংশ ছিল উত্তর আমেরিকা থেকে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.